নিজের বাড়িতেই ছুরির কোপ সইফকে! গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলিউডের নবাব

বাংলাহান্ট ডেস্ক : গুরুতর আহত বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। নিজের বাড়িতেই ছুরির কোপ দেওয়া হয় তাঁকে। বুধবার রাতে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী অভিনেতার মুম্বই এর বাড়িতে ঢুকে পড়ে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডাকাতির উদ্দ্যেশ্য নিয়েই সইফের (Saif Ali Khan) বাড়িতে হানা দেয় ওই দুষ্কৃতী। তারই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সইফ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

ছুরির কোপ সইফকে (Saif Ali Khan)

অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। পুলিশের তরফে খবর , বুধবার রাত দুটো নাগাদ এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সইফের (Saif Ali Khan) বাড়িতে হানা দেয়। বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং আবাসনে সপরিবারে থাকেন অভিনেতা। সূত্রের খবর, রাতে দুষ্কৃতী বাড়িতে ঢুকলে আওয়াজে ঘুম ভেঙে যায় সকলের। সবাই উঠে পড়লে দুষ্কৃতী তড়িঘড়ি পালায় সেখান থেকে। কিন্তু সইফকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে।

Saif ali khan stabbed with knife in his house

হাসপাতালে ভর্তি অভিনেতা: অভিনেতাকে সঙ্গে সঙ্গে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সইফ (Saif Ali Khan)। এই ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। আধিকারিকের তরফে জানানো হয়েছে, সইফকে (Saif Ali Khan) ছুরি দিয়ে কোপানো হয়েছে নাকি দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তি করতে গিয়ে তিনি আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। উল্লেখ্য, এই ঘটনায় বান্দ্রা থানার সঙ্গে তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

আরো পড়ুন : মুখ দেখাদেখি বন্ধ নায়ক নায়িকার, দু বছর পর হিরো বদলে যাচ্ছে জি এর সিরিয়ালে!

অস্ত্রোপচার হবে সইফের: অন্যদিকে হাসপাতালের তরফে জানানো হয়েছে, ভোর তিনটে নাগাদ লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় সইফকে। তাঁর শরীরে ৬ টি জখম রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত বেশ গভীর বলে জানা গিয়েছে। পাশাপাশি শিরদাঁড়ার কাছেও তিনি ছোট পেয়েছেন বলে খবর। তাঁর চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবারই হবে সইফৈর (Saif Ali Khan) অস্ত্রোপচার। তারপরেই বলা সম্ভব যে ক্ষত কত গভীর।

আরো পড়ুন : স্বামীকে সামনে আনেন না কেন? ভাবী সন্তানকে নিয়ে কটুক্তি! ‘মৌমিতা’ মানসী বললেন, ‘আমাদের সম্পর্ক…’

প্রসঙ্গত, গত বছরই খুন হয়ে গিয়েছেন বলিউড ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকী। সলমন খান প্রতিনিয়ত পাচ্ছেন খুনের হুমকি। কিন্তু হাতে পাঁচে না থাকা সইফের সঙ্গে এমন ঘটনা চিন্তায় ফেলে দিয়েছে বলিউডকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর