বাংলাহান্ট ডেস্ক : সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খানের জুটি বলিউড ইন্ডাস্ট্রির হেভিওয়েট জুটি হিসেবে জনপ্রিয়। দুজনের মধ্যে বয়সের ফারাক যথেষ্ট। কিন্তু প্রেমের কোনো কমতি নেই তাঁদের সম্পর্কে। পরিবারের অনেকের বারণ সত্ত্বেও সইফের (Saif Ali Khan) সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন করিনা। তবে সকলেই জানে, তিনি অভিনেতার দ্বিতীয় স্ত্রী। করিনার আগে অমৃতা সিং এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সইফ।
দ্বিতীয় বিয়ের আগে অমৃতাকে চিঠি দিয়েছিলেন সইফ (Saif Ali Khan)
অমৃতা আবার সইফের (Saif Ali Khan) থেকে বয়সে অনেকটাই বড় ছিলেন। কেরিয়ারের দিক দিয়েও অভিনেতার সিনিয়র ছিলেন তিনি। তবুও দীর্ঘ ১৩ বছর বৈবাহিক সম্পর্কে ছিলেন তাঁরা। দুই ছেলে মেয়ে হয় তাঁদের সারা এবং ইব্রাহিম। কিন্তু একসময় তিক্ততা এসে যায় সইফ (Saif Ali Khan) অমৃতার সম্পর্কে। আলাদা হয়ে যান তাঁরা। অমৃতার সঙ্গে বিচ্ছেদের আট বছর পর করিনাকে বিয়ে করেন সইফ। তবে তার আগে প্রাক্তন স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন তিনি।
নিজেই জানান চিঠির কথা: কী লেখা ছিল সেই চিঠিতে? একবার কফি উইথ করণে এসে সইফ (Saif Ali Khan) জানিয়েছিলেন, করিনার সঙ্গে বিয়ের আগে অমৃতাকে নিজের হাতে একটি চিঠি লিখেছিলেন তিনি। কেন লিখেছিলেন তা তিনি নিজেও জানেন না। তবে সেখানে তিনি লিখেছিলেন, জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। অতীতে তাঁদের সংসারের কথা, আরো অনেক কিছু লিখেছিলেন।
আরো পড়ুন : “প্রকৃত রাষ্ট্রনায়ক….”, মনমোহনের প্রয়াণে শোক প্রকাশ করে কি জানালেন জো বাইডেন?
কী বলেছিলেন সারা: না, অমৃতা কোনো উত্তর দেননি। তবে সারা ফোন করেছিলেন সইফকে (Saif Ali Khan)। বলেছিলেন, তাঁর বিয়েতে তিনি এমনিই যেতেন। কিন্তু এবার মনে আনন্দ নিয়ে যাবেন। সারা সত্যিই উপস্থিত ছিলেন নিজের বাবার দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে। এমনকি তিনি এও জানিয়েছিলেন, বাবার দ্বিতীয় বিয়েতে যাওয়ার জন্য মা অমৃতা নিজে তাঁকে সাজিয়ে দিয়েছিলেন।
আরো পড়ুন : ‘RRR’ এর পর ফের নতুন ধামাকা রাজামৌলির, মহেশ বাবুর নায়িকা হচ্ছেন এই বলিউড তারকা
উল্লেখ্য, করিনাও বরাবর সইফের প্রথম বিয়েকে সম্মান করেছেন। স্বামীর প্রথম পক্ষের দুই ছেলে মেয়ে সারা এবং ইব্রাহিমের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তাঁর। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাঁদের। সৎ দুই ভাই তৈমুর এবং জেহকেও ভালোবাসেন সারা ইব্রাহিম।