এবার আর রাজা-বাদশা নয়, বিতর্ক এড়াতে ছোট ছেলের জন‍্য ল‍্যাটিন নাম ঠিক করলেন করিনা-সইফ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার চার মাস পর অবশেষে ছোট ছেলের নাম ঠিক করলেন করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খান (saif ali khan)। দীর্ঘ জল্পনা কল্পনার পর ছোট নবাবের নাম ঠিক হয়েছে শোনা যাচ্ছে। বড় ছেলে তৈমুরের সময়কার ভুল আর দ্বিতীয়বার করতে চাননি করিনা সইফ। তাই অনেক ভেবেচিন্তেই দ্বিতীয় সন্তানের নাম ঠিক করেছেন তাঁরা।

বলিপাড়ায় গুঞ্জন করিনার ছোট ছেলের নাম রাখা হয়েছে জেহ (jeh)। এই ল‍্যাটিন শব্দের অর্থ হল নীল পাখির পালক। বড় ছেলের মতো কোনো রাজা বা বাদশার নামের অনুকরণে ছোট ছেলের ধাম রাখার মতো ভুল আর করেননি তারকা দম্পতি। তবে এই গুঞ্জনটা সমস্তটাই কানাঘুঁষো। করিনা বা সইফ কেউই এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেননি ছেলের নাম।


ডেলিভারির আগে নেহা ধুপিয়ার একটি টক শো তে এসে বেবো জানিয়েছিলেন তৈমুরের বেলায় যে ভুল তাঁরা করেছেন তা আর দ্বিতীয় বার করতে রাজি নন। তৈমুরের নাম নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে ও সইফকে। তাই সেই ভুল তাঁরা আর করবেন না বলেই জানান। কিছুদিন সময় যাক তারপর তাঁরা চিন্তা করবেন কি নাম রাখবেন।

নেটিজেনদের বক্তব‍্য ছিল, তৈমুর লঙের নামে প্রথম ছেলের নাম রেখেছিলেন করিনা সইফ। কিন্তু অভিনেত্রী বার বার জানিয়েছিলেন, তৈমুরের অর্থ লোহা। এই কারণেই এই নামটা পছন্দ করেছিলেন তিনি। তবে সইফ ভেবেছিলেন ছেলের নাম রাখবেন ফয়জ। অনেকে মনে করছেন দ্বিতীয় ছেলের জন‍্য সেই নামটাও ভাবতে পারেন এবার তিনি।

চলতি বছরের শুরুর দিকেই দ্বিতীয় বারের জন‍্য মা হওয়ার আনন্দ উপলব্ধি করেছেন বেবো। ছোট্ট রাজপুত্র এসেছে সইফ ও করিনার পরিবারে। দুই ছেলের গর্বিত মা করিনা। তবে চার মাস হয়ে গেলেও এখনো ছোট ছেলের মুখ প্রকাশ‍্যে আনেননি করিনা।

সম্পর্কিত খবর

X