স্টারকিডদের বেশি গুরুত্ব দেওয়াই উচিত নয়, তৈমুরকে এখন থেকেই সঠিক শিক্ষা দিচ্ছেন, দাবি সইফের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে নেপোটিজম যত বাড়ছে ততই মাতামাতি বাড়ছে ইন্ডাস্ট্রির স্টারকিডদের (Star Kids) নিয়ে। ছোট্ট তৈমুর (Taimur Ali Khan), জাহাঙ্গীর থেকে শুরু করে সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন‍্যা পাণ্ডে সকলেই এখন পেজ থ্রির গুরুত্বপূর্ণ মুখ। বিষয়টা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। ইন্ডাস্ট্রির বিপরীতে গিয়ে তাঁর দাবি, স্টার কিডদের এত গুরুত্ব দেওয়াই উচিত নয়।

সইফের দুই বিয়ে থেকে চার সন্তান সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খান। এদের মধ‍্যে সারাই শুধু ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন। ইব্রাহিমও সহ পরিচালক হিসাবে কাজ শুরু করেছেন। কিন্তু চারজনেরই জনপ্রিয়তা কিন্তু কম নয়। সইফ করিনা রাস্তায় বেরোলেই তাঁদের ঘিরে ধরে পাপারাৎজি। বিশেষ করে ক‍্যামেরার নজরে থাকে তৈমুর ও জাহাঙ্গীর।


এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের কাছে মুখ খোলেন সইফ। তিনি বলেন, বাবা মা সেলিব্রিটি হলে সন্তানদের সবসময় লাইমলাইটের তলায় থাকাটা খুব স্বাভাবিক ব‍্যাপার। সবসময়ই তারা মিডিয়ার নজরে নজরে থাকেন। কিন্তু অভিনেতার মতে, অন্তত যেসব স্টার কিডরা এখনো স্কুলে পড়ছে তাদের অন্তত এত গুরুত্ব দেওয়া উচিত নয়।

সইফ বলেন, সেলিব্রিটিদের সন্তান হলেও আর পাঁচটা বাচ্চার সঙ্গে মিশতে হয় তাদের। তারাও চায় বন্ধু পাতাতে। কিন্তু সবসময় তাদের আলাদা করে দেখা হলে, তাদের পেছনে ক‍্যামেরা নিয়ে ঘুরঘুর করলে শৈশবটা স্বাভাবিক হয়না। তবে তিনি এটাও বোঝেন যে মিডিয়া সংষ্কৃতিটাই এমন।

সইফ আরো বলেন, তৈমুরও প্রচুর লাইমলাইট পায় তার বাবা মায়ের জন‍্য। আর এ ব‍্যাপারে তৈমুরও যথেষ্ট ওয়াকিবহাল। তাই তিনি এবং করিনা এখন থেকেই ছেলেকে সঠিক শিক্ষা দিচ্ছেন। তাঁরা শিখিয়েছেন সর্বসমক্ষে তৈমুর যেন ভাল আচরণ করে সবার সঙ্গে। আর ছেলেও নাকি বাবা মায়ের কথা অক্ষরে অক্ষরে মেনে চলে।

X