ভিনেশকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাইনার, কী বললেন ব্যাডমিন্টন তারকা?

প্যারিস অলিম্পিক ২০২৪ থেকে অযোগ্য ঘোষিত হওয়ার পরে বুধবার সকালে ভিনেশ ফোগাটের জয়ের দিনটি চরম হতাশায় পরিণত হয়েছিল৷ ভিনেশ ৫০ কেজি মহিলাদের কুস্তি ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। কিন্তু এখন তাঁকে প্যারিস থেকে খালি হাতে ফিরতে হবে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন তাঁর তৃতীয় অলিম্পিক্সে প্রতিদ্বন্দ্বিতাকারী কুস্তিগীরের জন্য এই খবরের গোপনীয়তার অনুরোধ করেছিলেন। তবে হল না শেষরক্ষা।

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal) বলেন ‘আমি গত দুই তিন দিন ধরে ভিণেশের জন্য খুশি ছিলাম। প্রত্যেক খেলোয়াড়ই এই মুহূর্তের জন্য ট্রেনিং করছে। আমি (Saina Nehwal) জানি তিনি বর্তমানে কী অনুভব করছেন। একজন অ্যাথলিট হিসেবে এটি বর্ণনা করার মতো কোনও শব্দ আমার নেই। আমি ভেবেছিলাম এবারে কুস্তিতে একটি পদক আসবেই।’

Saina Nehwal

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল (Saina Nehwal) বলেন ‘এত বড় ম্যাচের আগে তাঁরও দায় নেওয়া উচিত এই ঘটনার’

তিনি আরও বলেন, ‘ভিনেশ তাঁর জীবনের প্রথম অলিম্পিক্স খেলছে এমনটা নয়, এটা তাঁর তৃতীয় অলিম্পিক্স। একজন ক্রীড়াবিদ হিসেবে তাঁকে অবশ্যই নিয়মগুলো জানতে হবে। যদি কোনও ভুল হয়ে থাকে, তাহলে আমি জানি না কীভাবে তা হলো। এত বড় পর্যায়ে আমি অন্য কোনও রেসলার সম্পর্কে এমন কিছু শুনিনি। তিনি একজন অভিজ্ঞ অ্যাথলিট, এত বড় ম্যাচের আগে তাঁরও দায় নেওয়া উচিত এই ঘটনার। এমন ভুল করা ঠিক নয়।’

সাইনার কথায়, ‘তিনি একজন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন, কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন। কোথাও না কোথাও নিশ্চয়ই ভিনেশের দিক থেকেও ভুল হয়েছে। কারণ এত বড় ম্যাচের আগে যে কোনও খেলোয়াড় সতর্ক থাকবেন যে ওজন অনুমোদিত সীমার মধ্যে হওয়া উচিত। কীভাবে এমন ভুল হল? শুধুমাত্র তিনি বা তাঁর কোচ উত্তর দিতে পারেন কিন্তু আমি হতাশ বোধ করছি যে আমরা একটি নিশ্চিত শট মেডেল মিস করেছি’।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর