বাংলাহান্ট ডেস্কঃ বিজেপিকে (bjp) সমর্থন করায় স্যোশাল মিডিয়ায় তোপের শিকার হলেন ব্যাডমিন্টন স্টার সাইনা নেহওয়াল (Saina Nehwal)। উত্তরপ্রদেশ জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে (UP Zila Panchayat Chairperson Election) গেরুয়া ঝড় ওঠায়, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ফলকে বিজেপির জয় হিসেবে দেখে শুভেচ্ছা জানিয়েছিলেন সাইনা নেহওয়াল। তার জেরেই সমালোচিত হলেন এই ব্যাডমিন্টন তারকা।
সম্প্রতি উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন নির্বাচন আয়োজিত হয়। সেই নির্বাচনের ফলাফলে দেখা যায় ৭৫ টি আসনের মধ্যে ৬৭ টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি শিবির। মাত্র ৫ টি আসন পেয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। রাষ্ট্রীয় লোক দল, জনসত্তা দল ও নির্দল প্রার্থী পেয়েছে মাত্র ১ টি করে আসন।
উত্তরপ্রদেশের এই ফলাফলের পর বিজেপির জয়ের জন্য অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে লেখেন, ‘উন্নয়ন, গণ পরিষেবা ও আইনের শাসনে খুশি হয়ে মানুষের আশির্বাদেই উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়ের স্বাদ পেয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নীতি এবং দলীয় কর্মীদের কঠিন ও নিরলস পরিশ্রমের ফলেই এই জয় এসেছে’।
https://twitter.com/NSaina/status/1411368958918234114
উত্তরপ্রদেশে বিজেপির এই জয়কে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় সাফল্য বলে মনে করে শুভেচ্ছা ট্যুইট করেছিলেন ব্যাডমিন্টন স্টার সাইনা নেহওয়াল। তিনি লিখেছিলেন, ‘যোগী আদিত্যনাথ স্যারকে আন্তরিক অভিনন্দন জানাই উত্তরপ্রদেশের জেলা পঞ্চায়েত চেয়ারপার্সন নির্বাচনে বিপুল জয়ের জন্য’।
Secularism has caused division among your fans .. Why are you going to stop playing? @NSaina ?@ShayarImran @vidyarthee @MastanValiINC https://t.co/mVGNR84BGR
— Dr J Aslam Basha (@JAslamBasha) July 4, 2021
কিন্তু সাইনার এই শুভেচ্ছা ভালো ভাবে নেয়নি অনেকেই। যার ফলে স্যোশাল মিডিয়ায়ই সমালোচিত হতে হয় এই ব্যাডমিন্টন স্টারকে। তামিলনাড়ু কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান জে আসলাম বাশা সাইনাকে কটাক্ষ করে বলেন, ‘তুমি কি খেলা ছেড়ে দিচ্ছ নাকি?’