বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে নানা ধরণের হাহাকারের ভাইরাল ভিডিও (viral video) দেখা গিয়েছে স্যোশাল মিডিয়ায়। সেসব ভিডিও দেখে কখনও আবেগে ভেসে গিয়েছেন নেটপাড়া, আবার কখনও দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে নেটনাগরিকদের। তবে বর্তমান সময়ে করোনা সম্পর্কিত এক ভাইরাল ভিডিও দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে নেটিজনদের।
করোনা আবহে নানাভাবে মানুষজন করোনা থেকে মুক্তির উপায় খুঁজছেন। একদিকে যেমন চিকিৎসাকর্মীরা দিনরাত এক করে রোগী সেবায় নিয়োজিত রয়েছেন, তেমনই অন্যদিকে নাগরিকদের সুরক্ষার জন্য সরকার নানারকম পদক্ষেপ গ্রহণ করে চলেছে।
Tamil Nadu: Priests offer special prayer to 'Corona Devi' in a temple in Coimbatore to contain the spread of #COVID19
"We are continuously praying to 'Corona Devi' to show mercy on us and help us get rid of this virus," said Temple Priest (19.05) pic.twitter.com/wWu8wFm9xt
— ANI (@ANI) May 21, 2021
তবে করোনার প্রথম থেকে দ্বিতীয় পর্বে এসেও, নানান ধরণের কুসংস্কার, অন্ধবিশ্বাসের ঘটনা উঠে এসেছে স্যোশাল মিডিয়ায়। কখনও কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালের গলায় শোনা গিয়েছে ‘গো করোনা গো’ শ্লোগান, আবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির নেত্রী সাধী প্রজ্ঞা গোমূত্র পানের মাধ্যমে করোনা তাড়াবার পরামর্শ দিয়েছেন। এখানেই শেষ নয়, ভাবিজি পাঁপড় খেয়ে করোনা তাড়াবারও নিধান দিয়েছিলেন এক নেতৃত্ব। এরই মধ্যে আবার তামিলনাড়ুর কোয়েম্বটুর থেকে অদূরে কামাতচিপুরম গ্রামে মন্দির এবং করোনা দেবী তৈরি করে টানা ৪৮ ঘণ্টা ধরে পুজো করলেন মন্দিরের পুরোহিত ও মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা।
https://www.instagram.com/p/CPBARo3gGEL/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
এসবের মধ্যে বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় করোনা তাড়াবার একটি ভিডিও ব্যাপকহারে ভাইরাল হয়েছে, যা দেখে আবারও হেসে উঠল নেটনাগরিকরা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে- এক সাধু যজ্ঞের মাধ্যমে করোনা তাড়ানোর চেষ্টা করছেন। সঙ্গে রয়েছেন আরও বেশ কয়েকজন। কিন্তু তাঁদের কারো মুখেই মাস্ক নেই। মন্ত্র উচ্চারণ করছেন- ‘ওম করোনা করোনা…ভাগ ভাগ ভাগ স্বহা!’ নেটদুনিয়ায় এই ভিডিও শেয়ার হয়েই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।