বাংলাহান্ট ডেস্কঃ টানটান উত্তেজনা নিয়ে চলছে কলকাতা পুরনির্বাচনের (Kolkata Municipal Election) ভোট গণনার কাজ। ইতিমধ্যেই বেশ কিছু ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল (tmc) শিবির। আবার কিছু ওয়ার্ডে বিজেপিকে (bjp) হারিয়ে এগিয়ে গিয়েছে বামেরা (cpim)।
তবে এসবের মধ্যে আবার সবুজ ঝড়ের মধ্যে পদ্ম ফোটার আশা দেখছে বিজেপি শিবির। ৫০ নং ওয়ার্ডে বেশ কিছু ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। মাসকয়েক আগেই যে নেতার গ্রেফতারি নিয়ে তুমুল জল্পনা কল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে, এখন দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন সেই বিজেপি প্রার্থী সজল ঘোষ।
আবার গণনা বলছে ২২ নং ওয়ার্ডে এগিয়ে রয়েছেন মীনাদেবী পুরোহিত। এছাড়াও আর ২ টি ওয়ার্ডে বিজেপির এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে।
অন্যদিকে দেখা যাচ্ছে, তৃতীয় রাউন্ডের গণনা শেষে ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। পঞ্চম রাউণ্ডের শেষে প্রার্থী ফৈয়াজ আহমেদ খান এগিয়ে রয়েছেন ৯৮০০ ভোটে। ইতিমধ্যেই ১১৯ নম্বর ওয়ার্ডে ৪৮৫৪ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাকলি বাগ।
চতুর্থ রাউন্ডের শেষে হিসেব বলছে ১২০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সন্তোষ পাঠক, পরেশ পাল এগিয়ে রয়েছেন ৪,৯৩২ ভোটে। অন্যদিকে পঞ্চম রাউন্ডের শেষে বিরোধীদের থেকে অনিন্দ্য রাউত এগিয়ে রয়েছেন ৫৯৮৬ ভোটে।
সূত্রের খবর, এখন অবধি ফলাফল যা বলছে তাতে করে ৭৪ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল, বামেদের ভোট শতাংশ ৮.৯ এবং ৭.৯ শতাংশ ভোট পেয়েছে বিজেপি।