শোধ করেননি বাড়ি ভাড়ার ৮৫ লক্ষ টাকা! তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সজল ঘোষের

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সময় সজল ঘোষ তৃণমূলের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সামনে আসেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বিভিন্ন তথ্য-প্রমাণ তুলে ধরে এই অভিযোগগুলি করে থাকেন। এর আগেও সজল ঘোষের (Sajal Ghosh) নিশানায় এসেছেন বহু তৃণমূলের নেতা ও মন্ত্রী।

এবার ফেসবুকে সজল ঘোষ বাড়ি ভাড়ার টাকা পরিশোধ না করার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mohua Moitro) বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশ পত্রের ছবি আপলোড করে সজল ঘোষ লিখেছেন, মহুয়া মৈত্র ২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে বিনা ভাড়ায় আলিপুরের একটি ৩০০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাট দখল করে রেখেছিলেন।

আরোও পড়ুন : প্রতিটি স্টেশনে এবার থেকে দেখতে পাবেন এই ছবি! লোকালের যাত্রীদের জন্য নেওয়া হল বড় উদ্যোগ

এই ফ্ল্যাটটির মাসিক ভাড়া ১০৫০০০ টাকা। সজল ঘোষ facebook পোস্টে লেখেন, এই ফ্ল্যাটটির ঠিকানা – ফ্ল্যাট নং 5, ২য় তলা, ব্রিটানিয়া কোর্ট, 32বি নিউ রোড, আলিপুর, কোলকাতা-27। বিজেপি নেতার দাবি, এই আবাসনটির কর্ণধার ডানলপ ইন্ডিয়া লিমিটেড, যেটি কিনা ২০১৩ সাল থেকে কলকাতা হাইকোর্টের অধীনে লিকুইডেসনে থাকা একটি সংস্থা।

আরোও পড়ুন : পুজোর আগে বড় উপহার রেলের! একসঙ্গে চালু হচ্ছে ৯টি বন্দে ভারত, বাংলার কোন রুটে ছুটবে?

সজল ঘোষ বলেন কীভাবে হাইকোর্টের অনুমতি ছাড়া তৃণমূল সাংসদ এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সেটি ভাববার বিষয়। একই সাথে সজল ঘোষ লিখেছেন, ২০২২ সালের ৫ই আগস্ট কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রকে নির্দেশ দেয় সুবিধাজনক তারিখে এই ফ্ল্যাটটি হস্তান্তর করে দিতে হবে অফিসিয়াল লিকুইডেটর, কলকাতা হাইকোর্টের কাছে।

এরপর গতবছর ১২ ই আগস্ট মহুয়া মৈত্র ফ্ল্যাটটি ছেড়ে দিলেও সেটির ভাড়া এখনো পর্যন্ত মেটাননি। মহুয়া মৈত্রর বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় ৮৫ লক্ষ টাকা। মহুয়া মৈত্র কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেন ভাড়ার টাকা কিছুটা হলেও মুকুব করার। কিন্তু কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রের সেই আবেদন খারিজ করে দিয়েছে।

এরপর আবেদনের সুরে সজল ঘোষ লিখেছেন, “আমাদের আবেদন এই ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে আপনি দয়া করে বকেয়া টাকা শোধ করুন, বহু মানুষ বিভিন্নভাবে উক্ত কোম্পানির কাছে কাজ করার পরও প্রাপ্য টাকা থেকে বঞ্চিত, আপনি এই টাকাটা দিলে তারা প্রত্যেকে অল্প অল্প করে হলেও টাকা পাবেন, যার থেকে তাদের সংসার প্রতিপালন ও আগামী দুর্গাপুজো সমস্তটাই আবার সুন্দর এবং সহজ হবে l”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর