নোংরা রাখার KMC-র বালতিও এল গুজরাট থেকে! বিল পোস্ট করে তৃণমূলকে তোপ সজল ঘোষের

বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি কলকাতা পৌরসভার (Kolkata Municipal Cooperation) তরফ থেকে বিভিন্ন ওয়ার্ডে ময়লা ফেলার বালতি দেওয়া হয়। সাধারণ মানুষ লাইন করে দাঁড়িয়ে সেই বালতি নেন। এবার এই বালতি দেওয়া ঘটনাকেই কেন্দ্র করে কলকাতা পুরসভাকে তুমুল কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা সজল ঘোষ (Sajal Ghosh)। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেন তিনি।

ওই পোস্টে সজল ঘোষ লেখেন, ‘আশা করি কলকাতার মানুষ আপনারা দুটি করে গুজরাটি বালতি পেয়েছেন,আমি বালতির সাথে একটা বিল‌ও পেয়েছি, একেকটি বালতির মূল্য মাত্র ১১৩ টাকা (GST ছাড়া) l দাম শোনার পর দয়া করে এর ব্যবহার বন্ধ করে মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে তুলে রাখবেন না।’

sajal

তিনি আরও লেখেন, ‘আমার প্রশ্ন, সব শুদ্ধ কত টাকার বালতি এসেছে আর বালতি করে মেয়র এবং আধিকারিকদের ঘরে কত কোটি টাকার কাটমানি এসেছে?’ এরই সঙ্গে বালতির বিলটিও পোস্ট করেন সজলবাবু। শেয়ার করার সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়ে যায় এই পোস্ট। একাধিল মানুষ ওই পোস্টে কমেন্ট করেও নিজেদের মতামত জানান। তবে তৃণমূল কংগ্রেস বা কলকাতা পুরসভার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি এই প্রসঙ্গে।

সুবীর চৌধুরী নামে এক ব্যক্তি সজল ঘোষের ওই পোস্টের নিচে লেখেন, ‘মুসলিমদের হারানো ভোটগুলো পাওয়ার জন্য পিসি তার দলের কাউন্সিলরদের লেলিয়ে দিয়েছে ঝামেলা করার জন্য যাতে সব দোষ বিজেপির ঘারে এসে পরে এবং পঞ্চায়েত ভোটের আগে ওরা ওটাই প্রচার করবে মাইনোরিটি ভোট পাওয়ার জন্য সতর্ক থাকতে হবে ।

যেমন করে ২০২১ বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচীতে ভূয়োঁ খবর রটিয়ে দিয়ে তৃনমূলের সংখ্যালঘুদের দিয়ে ঝামেলা পাকানো হয়েছিলো যাতে CRPF গুলি চালাতে বাধ্য হয় , এবং যার ফলে মানবিকতার দিক থেকে পুরো সংখ্যালঘুদের ভোটটাই তৃনমূলের দিকে চলে যায় । এই ব্যাপারে সতর্ক থাকতে হবে । কোনো প্ররোচনায় না জরানোই উচিত ।’

Sudipto

সম্পর্কিত খবর