টিকিট পেতেই গুঞ্জন উঠলেও করে দেখালেন সজল ঘোষ, তৃণমূলকে হারিয়ে বউনি বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ টিকিট পেতেই তাঁকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল রাজনীতির অন্দরে। আর বিজেপির দিক থেকে প্রথম মুখরক্ষাও করলেন সেই সজল ঘোষ (sajal ghosh)। ৫০ নম্বর ওয়ার্ডে বিরোধীদের হারিয়ে জয়ী হলেন সজল ঘোষ। সকাল সাড়ে ১০ টা নাগাদ তাঁকে জয়ী বলে ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন।

বিজেপির টিকিট হাতে পেয়েই তিনি বলেছিলেন, ‘এই লড়াই শুধু তৃণমূলের বিরুদ্ধে নয়। তৃণমূল এবং সেইসঙ্গে পুলিশের বিরুদ্ধে লড়তে হবে আমাকে’। ইতিমধ্যেই সজল ঘোষ জয়ী হয়ে গেলেও, অন্যদিকে ২২ নং ওয়ার্ডে এগিয়ে রয়েছেন মীনাদেবী পুরোহিত। এছাড়াও আরও ২ টি ওয়ার্ডে বিজেপির এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে।

   

1629117187 sajal

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন সজল ঘোষ। তোলাবাজি থেকে শুরু করে গোলমালে উস্কানি দেওয়া- তাঁর বিরুদ্ধে বাদ ছিল না কোন অভিযোগই। আর সেই সজল ঘোষকে প্রার্থী করার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয় ৫০ নম্বর ওয়ার্ড।

সূত্র মারফত জানা গিয়েছিল, নির্বাচনে টিকিট পাওয়ার জন্য দলের কাছে অনেক সওয়াল করেছিলেন সজল ঘোষ। এমনকি তিনি বলেছিলেন, প্রার্থী হতে না পারলে, অনুগামীদের কাছে মুখ দেখানো কঠিন হতে পড়তে পারে। তবে তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের মধ্যে একটি হল, গত ১২ ই অগস্ট মুচিপাড়া থানা এলাকায় হওয়া গোলমালে তিনি নাকি উস্কানি দিয়েছিলেন। যার কারণে তাঁকে নাকি গ্রেফতারও করা হয়েছিল। সব মিলিয়ে সজল ঘোষকে টিকিট দেওয়ায় কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল রাজনীতির অন্দরে। কিন্তু সব বিতর্ককে দূরে সরিয়ে বিজেপির হয়ে প্রথম আসন জয় করলেন সজল ঘোষ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর