‘ভারতের মুসলিমরা তালিবানকে সেলাম জানায়” বিতর্কিত বয়ান মুসলিম বোর্ডের মুখপাত্রর

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বর্কের (Shafiqur Rahman Barq) পর এবার মুসলিম পার্সোনাল ল বোর্ডের (All India Muslim Personal Law Board) মুখপাত্র মৌলানা সাজ্জাদ নোমানিও (Maulana Sajjad Nomani) আফগানিস্তানে তালিবানের কবজা নিয়ে বিতর্কিত বয়ান দিলেন। মৌলানা বয়ান জারি করে আফগানিস্তানে তালিবানের কবজাকে সঠিক বলে আখ্যা দেন আর বলেন, তালিবান গোটা বিশ্বের সবথেকে মজবুত সেনাকে হার মানিয়েছে। মৌলানা আরও বলেন, তালিবানের যোদ্ধারা কাবুলের জমিতে চুমু খেয়েছে।

আফগানিস্তানে তালিবানের কবজা নিয়ে মৌলানা আল্লাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আফগানিস্তানে তালিবানের কবজা একদম সঠিক। আর ভারতের মুসলিম তালিবানকে সেলাম জানায়। গোটা বিশ্ব দেখেছে কেমন ভাবে এক সম্প্রদায় হাতিয়ার ছাড়া বিশ্বের সবথেকে শক্তিশালী সেনার মোকাবিলা করেছে আর কাবুলের মহলে দাখিল হয়েছে। ওঁদের কারও মধ্যে কোনও অহংকার নেই। আর না তাঁরা বেশি বকবক করে।”

এর আগে উত্তর প্রদেশের সম্ভল থেকে সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বর্ক বিতর্কিত বয়ান দিয়েছিলেন। আর ওনার ওই বিতর্কিত বয়ানের কারণে ওনার বিরুদ্ধে দেশদ্রোহর অভিযোগে মামলা দায়ের হয়েছে। শফিকুর রহমান আফগানিস্তানে তালিবানের কবজার তুলনা ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে করেছিলেন।

শফিকুর রহমান বলেছিলেন, ভারতে যখন ইংরেজদের শাসন ছিল, তখন আমরা ওঁদের সরাতে সংঘর্ষ করেছিলাম। ঠিক একই ভাবে তালিবান নিজেদের দেশকে আজাদ করিয়েছে। শফিকুর রহমান বর্ক তালিবানিদের প্রশংসা করে বলেন, ‘এই সংগঠন রাশিয়া, আমেরিকার মতো শক্তিধর দেশকে নিজের দেশে থাকতে দেয়নি।”

Koushik Dutta

সম্পর্কিত খবর