দেশের হয়ে ম্যাচ প্রত্যাখ্যান করে IPL খেলবেন সাকিব, বিতর্কের মাঝে মুখ খুললেন তারকা অলরাউন্ডার

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাসন কাটিয়ে সবেমাত্র ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই বছর আইপিএল নিলামে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পুরনো দলে ফিরতে পেরে খুশি হয়েছেন সাকিবও। সাকিব আল হাসান জানিয়েছেন 9 ই এপ্রিল থেকে শুরু হওয়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে তিনি খেলবেন। তবে দেশের জার্সিতে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না সাকিব আল হাসান এর। তারপর থেকে তৈরি হয়েছে বিতর্ক।

তারপর থেকে সাকিবকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। অনেকেই সাকিবকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছেন। তাদের কথায় দেশের জার্সিতে টেস্ট সিরিজ না খেলে সাকিব কি করে শুধুমাত্র টাকার বিনিময়ে আইপিএল খেলতে যাবে, এটা একজন দেশভক্ত ক্রিকেটারের কখনোই মানায় না।

shakibjpg

এবার এই বিষয়ে মুখ খুললেন সাকিব। তিনি জানালেন গত কয়েক মাস ধরে এই একটি বিষয়ে কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে উঠেছি। আসল কথা হচ্ছে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের মহড়া হিসেবে আইপিএলে খেলতে চান। এই কথা তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ম্যানেজার আক্রম খানকে জানিয়েছেন। তবে আক্রম খান এই ব্যাপারে সাকিবকে সমর্থন করেননি তাই তিনি আক্রম খান এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নজমুল হাসান পাপনকে ধন্যবাদ জানিয়েছেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর