এই বছর আইএসএলে কেরালা ব্লাস্টার্স এর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জাতীয় দলের তরুণ মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ। সেই কারণে এবার এই তরুণ মিডফিল্ডার কে দলে নিতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে এবারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। জানা যাচ্ছে এবার এটিকে মোহনবাগানের পথে পা বাড়াতে চলেছেন জাতীয় দলের এই তরুণ প্রতিভাবান মিডফিল্ডার। কিন্তু তার মোহনবাগানের আসার পথে একটাই কাঁটা সেটা হলো আগামী 2022 সাল পর্যন্ত কেরালা ব্লাস্টার্স এর সাথে চুক্তিবদ্ধ রয়েছেন সাহাল আব্দুল সামাদ।
এটিকে কোচ হাবাস এই তরুণ মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন। এই কারণে এটিকে মোহনবাগান কর্তারা ইতিমধ্যেই সাহাল আব্দুল সামাদকে দলে নেওয়ার ব্যাপারে কথাবার্তা বলেছেন কেরালা ব্লাস্টার্স এর সাথে, জানা গিয়েছে কেরালা ব্লাস্টার এই ব্যাপারে আশা দেখিয়েছেন এটিকে মোহনবাগান কর্মকর্তাদের। এছাড়াও সাহাল আব্দুল সামাদ নিজেও কলকাতার ক্লাবের হয়ে ফুটবল খেলতে বেশ আগ্রহী।
এই সাহাল আব্দুল সামাদ এই বছর আইএসএলে এআইএফএফ এর বিচারে সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরস্কার পেয়েছেন। সেই কারণেই প্রথম থেকেই এই নির্ভরযোগ্য তরুণ মিডফিল্ডারকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন এটিকে মোহনবাগান কর্তারা। যদি এটিকে মোহনবাগান সামাদ কে নিজেদের দলে নিতে পারে তাহলে মনে করা হচ্ছে আইএসএল চাম্পিয়ন এটিকে মাঝমাঠ আরও শক্তিশালী হয়ে উঠবে আগামী মরশুমে আইএসএলে।