তিরঙ্গার রঙে সেজে উঠল কাশ্মীর, সালাল বাঁধের অভূতপূর্ব ভিডিও দেখে অভিভূত দেশবাসী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই ভারতের (India) ৭৫ তম স্বাধীনতা দিবস (Independence Day)। আর এই বিশেষ দিনকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে সাজসাজ রব। কাশ্মীর থেকে কন্যাকুমারী, মিজোরাম থেকে গুজরাত চারিদিকই রাঙিয়ে উঠেছে তেরঙ্গায়। দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজনও করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।

অম্রুত মহোৎসব নামের সরকারি একটি আয়োজনের মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তেই জাতীয় পতাকা তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আর সবথেকে উল্লেখনীয় বিষয় হল, এবারের স্বাধীনতা দিবসে নববধূর মতো সাজানো হয়েছে জম্মু কাশ্মীরকে।

শ্রীনগরের লাল চক থেকে শুরু করে, প্রশাসনিক ভবন, রাস্তা-ঘাট থেকে শুরু করে জলাধার, সবই নতুন করে সাজানো হয়েছে। তেরঙ্গায় রাঙানো হয়েছে চারিদিক।

আর এরই মধ্যে কাশ্মীরের রিয়াসি জেলা থেকে একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হচ্ছে। যেখানে সালাল বাঁধকে (Salal Dam) তেরঙ্গায় রাঙাতে দেখা গিয়েছে। বাঁধের জল ভারতীয় জাতীয় পতাকার রঙে আলোকিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ওই বাঁধের ভিডিও তুমুল হারে ভাইরাল (Viral Video) হচ্ছে।

X