বেতন ৮৫ হাজার টাকা! টাঁকশালে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য আবারও সুখবর! এবার তাদের কাছে রয়েছে সরাসরি সরকারি চাকরির সুযোগ। সম্প্রতি ভারত সরকারের টাঁকশাল মুম্বইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে।

জারি করা বিজ্ঞপ্তিটি অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া চলছে। তবে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে পারবেন। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্রটি পেয়ে যাবেন।

   

আপাতত মোট ১৫ টি শূন্যপদে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। তার মধ্যে সচিবালয় সহকারীর ১ টি শূন্যপদ রয়েছে। পাশাপাশি, জুনিয়র বুলেটিন সহকারীর ১ টি শূন্যপদ, ইনগ্রেভর পদে ৬ টি শূন্যপদ এবং জুনিয়র টেকনিশিয়ান পদে ৭ টি শূন্যপদ রয়েছে।

এর মধ্যে সচিবালয় সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে ৫৫% নম্বর সহ স্নাতক এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি, কমপক্ষে ৮০ ডব্লিউপিএম হারে ইংরেজিতে স্টেনোগ্রাফি/শর্ট হ্যান্ড এবং কমপক্ষে ৪০ ডব্লিউপিএম হারে ইংরেজিতে টাইপ করতে হবে। এই পদের মাসিক বেতন হবে ২৩,৯১০ টাকা থেকে ৮৫,৫৭০ টাকা।

জুনিয়র বুলেটিন সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে ৫৫% নম্বর সহ স্নাতক এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। টাইপিং গতি প্রতি মিনিটে (ইংরেজি) ৪০ হতে হবে। এই পদের মাসিক বেতন হবে ২১,৫৪০ টাকা থেকে ৭৭,১৬০ টাকা।

ইনগ্রেভর পদে আবেদনের জন্য আবেদনকারীদের কমপক্ষে ৫৫% নম্বর সহ ফাইন আর্টস স্কাল্পচারে স্নাতক হতে হবে। অথবা কমপক্ষে ৫৫% নম্বর সহ ব্যাচেলর অফ আর্টস মেটাল ওয়ার্কে উত্তীর্ণ হতে হবে। এই পদের মাসিক বেতন হবে ২৩,৯১০ টাকা থেকে ৮৫,৫৭০ টাকা।

এছাড়া, জুনিয়র টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট এবং এক বছরের NAC সার্টিফিকেট প্রদান করতে হবে। এই পদের মাসিক বেতন হবে ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।

bloombergquint 2021 05 8cead256 6eba 4362 be6b 184f81883cfc RBI Building Photo BloombergQuint

পদগুলিতে আবেদনের জন্য ফি হিসেবে ৬০০ টাকা লাগবে। তবে সংরক্ষিতদের জন্য এতে ছাড় দেওয়া হয়েছে। অনলাইন পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের।

প্রসঙ্গত উল্লেখ্য, আবেদনের সময়সীমায় কোনো বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। এছাড়া, সরাসরি
https://igmmumbai.spmcil.com/UploadDocument/India%20Govt%20%20mint%20Mumbai%20Advt%2029%2001%202020%20(2).a4269451-7292-4ce5-be4b-c0bf72c8c4ce.pdf এই লিঙ্কে ক্লিক করলেই আবেদনকারীরা বিশদে জানতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর