বাংলাহান্ট ডেস্ক : এই বছরের ফেব্রুয়ারী মাসের ১ তারিখেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) বাজেট (Budget) প্রস্তাবে বড় ঘোষণা করতে পারেন। সেই নয়া বাজেটেই কপাল খুলবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের (Central Government employees)। সূত্রের খবর সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশ অনুযায়ী, যাঁরা কেন্দ্রীয় সরকারী কর্মচারী তাঁদের বেতন আবার বৃদ্ধি পেতে চলেছে। কমপক্ষে তাঁদের বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৬,০০০ টাকা করা হতে পারে। এছাড়াও কেন্দ্রের তরফ থেকে বড়োসড়ো বদল আসতে পারে, ফিটমেন্ট ফ্যাক্টরে (Fitment Factor)।
সরকারী রিপোর্ট অনুযায়ী অনেক দিন ধরেই শ্রমিক ইউনিয়নগুলি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ গুণ থেকে বাড়িয়ে ৩.৬৮ গুণ করার কথা বলে আসছিলো।আপাতত ১লা জানুয়ারি থেকেই এই বাজেট কার্যকরী হওয়ার কথা বলা হয়েছে। বাজেট প্রস্তাবে আরও জানানো হয় যে, যদি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টরকেও বাড়ানো হয় তাহলে তাঁদের বেতনের পরিমাণ খুব সহজেই অনেকটাই বেড়ে যাবে।
প্রসঙ্গত জেনে রাখা দরকার যে, ২০১৭ সালের জুন মাস নাগাদ ৩৪টি সংশোধনী বিলের প্রস্তাব এনে কেন্দ্রীয় মন্ত্রী সভা ও কর্মীরা সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুমোদন নিয়ে আসে। যার ফলে, যাঁরা বেসিক এন্ট্রি লেভেলের বা নূন্যতম বেতন পেতেন তাঁদের বেতন প্রতি মাসে ৭০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করে দেওয়া হয়েছিল এবং যারা সর্বোচ্চ বেতন পান অর্থাৎ রাষ্ট্রীয় সচিব পর্যায়ের তাঁদের ক্ষেত্রে বেতন ৯০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়।
পাশাপাশি, ফার্স্ট ক্লাস অফিসারদের চাকরি করেন তাঁদের মাইনে হয় ৫৬,১০০ টাকা। কর্মীদের মাইনে বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টর সবকিছু বাড়ানো হলেও তাঁদের ২০২০ র জানুয়ারি থেকে ২০২১- এর জুন মাস ডিএ আপাতত দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও করোনা চলাকালীন মহার্ঘ্য ভাতাও বন্ধ ছিল বলে দাবী কর্মীদের, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার তাঁদের সেই ১৮ মাসের ডিএ দেবে না বলেও জানিয়েছে।