বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মী ও ও পেনশনভোগীদর (Pensioner) ডিএ (Dearness Allowance) বাড়িয়েছে কেন্দ্র সরকার। প্রত্যাশা মতই সরকারি কর্মচারীদের (Government Employee’s) ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর অনুমোদন দিয়েছে মোদী সরকার। আর কেন্দ্রের এই ঘোষণার পরই আনন্দে আত্মহারা সরকারি কর্মীরা।
এর আগে ৪৫ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তবে আরও চার শতাংশ বৃদ্ধি পেয়ে তা ৫০ শতাংশে পৌঁছেছে। নিয়ম অনুসারে, মহার্ঘ ভাতার হার পঞ্চাশ শতাংশ পেরোলেই সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তবে নতুন বেতন কমিশন গঠন নিয়ে এখনও কোনও আলোচনা করেনি কেন্দ্র।
এরই মধ্যে শোনা যাচ্ছে, চলতি বছরই কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিরাট সুখবর পেতে চলেছেন। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। এবার একটি নতুন বেতন কমিশন গঠন সহ বেতন সংশোধনও করা হবে। ২০২৪-ই অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত। যার ফলে দেড় বছরের মধ্যে এটি বাস্তবায়ন করা যাবে।
আরও পড়ুন: দোলে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায়! বইবে ঝোড়ো হাওয়া: আজকের আবহাওয়ার খবর
যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো এই নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে এবারে পরবর্তী বেতন কমিশনের দিকে কেন্দ্র পদক্ষেপ করতে পারে এমনটাই মনে করা হচ্ছে। যদি অষ্টম পে কমিশন গঠন করা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যাপক হারে বৃদ্ধি পাবে। সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৬৮ গুণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।