বাংলা হান্ট ডেস্কঃ বিভিন্ন মামলায় নিজেদের দেওয়া রায়ের জেরে সর্বদাই সংবাদ শিরোনামে থাকেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতিরা। আজ সেই বিচারপতিদের নিয়েই এই প্রতিবেদন। বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত রয়েছেন টিএস শিবজ্ঞানম (Justice T. S. Sivagnanam)। ২০২৩ সালের ১১ মে তিনি কলকাতা হাইকোর্টের ৩৩ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি।
হাইকোর্টের বিচারপতিদের বেতন কত? Calcutta High Court
বর্তমানে কলকাতা হাইকোর্টে ৪৬ জন বিচারপতি রয়েছেন। সম্প্রতি তিনজন অতিরিক্ত বিচারপতি শপথ গ্রহণ করেছেন হাইকোর্টে। নয়া বিচারপতিদের মধ্যে একজন মহিলা বিচারপতিও রয়েছেন। জানিয়ে রাখি, কিছুদিন আগে রীতোব্রত কুমার মিত্র এবং বিচারপতি ওম নারায়ণ রাই এবং বিচারপতি স্মিতা দাস দে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৬৩ বছরের ইতিহাসে এই প্রথমবার কলকাতা হাইকোর্ট একসঙ্গে ৮ জন মহিলা বিচারপতি রয়েছেন। যারা হলেন – বিচারপতি অমৃতা সিনহা, বিচারপতি শম্পা সরকার, বিচারপতি শুভ্রা ঘোষ, বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় (দাস), বিচারপতি শম্পা দত্ত (পাল) এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়। পাশাপাশি কলকাতা হাইকোর্টে মোট ৩৮ জন পুরুষ বিচারপতি হিসেবে রয়েছেন।
বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতির পদ অলংকৃত করে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি শিবজ্ঞানমের কর্মজীবনের মেয়াদ শেষ হবে। starsunfolded. Com দ্বারা প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি কর্মী হিসেবে মাসিক ২,৫০,০০০টাকা বেতন পান কলকাতা হাইকোর্টের এই প্রধান বিচারপতি। পাশাপাশি আনুষঙ্গিক অনেক ভাতাও পেয়ে থাকেন।
আরও পড়ুন: নাচ দেখব! ‘দিদি’র আবদার মেটাতে দুবাই বিমানবন্দরেই নাচতে শুরু করলেন দুই গুজরাটি তরুণী
গুগল থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, হাইকোর্টের বিচারপতিরা মাসিক ২,২৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। পাশাপাশি আনুষঙ্গিক অনেক ভাতা ও পেনশনও পেয়ে থাকেন। অবসরে বছরে ১৩,৫০,০০০ টাকা পেনশন হিসেবে পেয়ে থাকেন তারা।