বাংলাহান্ট ডেস্ক: গত দেড় মাস ধরে বলিপাড়ায় হট গসিপের বিষয় একটাই, ভিকি কৌশল (vicky kaushal) ও ক্যাটরিনা কাইফের (katrina kaif) বিয়ে। এতদিন পর্যন্ত টিনসেল টাউনের সবথেকে হেভিওয়েট বিয়েগুলির মধ্যে অন্যতম ছিল এই বিয়ে। সব তারকারাই ফিকে হয়ে গিয়েছেন ভিক্যাট জুটির কাছে। এতে অবশ্য অনেকেই বেশ উষ্মা প্রকাশ করেছেন। আর এই তালিকায় সবার উপরে নাম রয়েছে সলমন খানের বাবা সেলিম খানের (salim khan)।
বলিউডের প্রায় সব তারকাই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নবদম্পতিকে। বর্ষীয়ান অভিনেতা পরিচালক সেলিম খানকেও প্রশ্ন করা হয়েছিল সংবাদ মাধ্যমের তরফে। কিন্তু তাঁর উত্তর শুনে ভ্রু কুঁচকেছে অনেকেরই। ভিক্যাটের বিয়ে সম্পর্কে প্রশ্ন রাখা হয়েছিল সলমনের বাবার কাছে।
কিন্তু নব বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা জানানো তো দূর, সেলিম খান রীতিমতো বিরক্তি প্রকাশ করে বলেন, এখন সবাই ওঁদের সম্পর্কেই কথা বলছে। যেন সংবাদ মাধ্যমের কাছে অন্য বিষয় নিয়ে কোনো খবরই নেই। প্রকাশ্যেই এমন বিরক্তি উগরে দেওয়ায় অনেকেই মনে করছেন ভিকির সঙ্গে ক্যাটরিনার বিয়ে নিয়ে খুশি নন সেলিম খান।
একথা কারোর অজানা নয় যে এক সময় সলমনের প্রেমিকা ছিলেন ক্যাটরিনা। দুজনের কেউই খোলাখুলি সম্পর্কটা স্বীকার না করলেও এ ছিল বলিউডের ওপেন সিক্রেট। সেখান থেকে ছেলেকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করায় ক্যাটের উপরে নারাজ সেলিম খান, অনেকের মতে এটাই বিরক্তির কারণ।
উপরন্তু এত বছর একসঙ্গে থাকার পর, বিচ্ছেদের পরেও একাধিক ছবিতে অভিনয় করা সত্ত্বেও সলমন বা খান পরিবারের কাউকেই নিজের বিয়েতে আমন্ত্রণ করার ভদ্রতাটুকু দেখাননি ক্যাটরিনা। তবুও অভিনেত্রীকে দামী উপহার দিয়েছেন সলমন। অনেকের মতে এতেও বেশ ক্ষুব্ধ হয়েছেন সেলিম খান।
শোনা গিয়েছে, ইন্ডাস্ট্রির সমস্ত বন্ধুবান্ধবদের জন্য একটি বড়সড় রিসেপশন পার্টির আয়োজন করবেন ভিকি ক্যাটরিনা। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ওমিক্রন আতঙ্কের মধ্যেই যথা সম্ভব নিয়ম বিধি মেনে আয়োজন করা হবে রিসেপশনের। আগামী ২০ ডিসেম্বর মুম্বইয়ের একটি পাঁচ তারা হোটেলে বসবে গ্র্যান্ড রিসেপশনের আসর। ভিকি ক্যাটরিনা দুজনেরই কাজের চাপ রয়েছে। কিন্তু কাজে ফেরার আগে বিয়ের সমস্ত অনুষ্ঠান মিটিয়ে ফেলতে চান তাঁরা।
আরো শোনা যাচ্ছে, ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিক রণবীর কাপুর এবং সলমন খানও আমন্ত্রিত থাকবেন রিসেপশনে। এছাড়াও আমন্ত্রিতদের তালিকায় থাকছে শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চনের মতো নাম। প্রত্যেক অতিথিকে করোনা পরীক্ষা করেই আসতে হবে বলে খবর এবং অবশ্যই পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে।