জোর করে প্রতিযোগীদের প্রশংসা না করায় আর বিচারক হওয়ার ডাক পাই না, বিতর্ক উসকালেন সেলিম মার্চেন্ট

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল (indian idol) নিয়ে একের পর এক সঙ্গীত বিশেষজ্ঞ ক্ষোভ উগরে দিচ্ছে। ফলে নিভতে নিভতেও আবার জ্বলে উঠছে বিতর্কের আগুন। বিতর্কের সূত্রপাত করেছিলেন কিশোর কুমার পুত্র অমিত কুমার। তিনি অভিযোগ করেন প্রতিযোগীদের গান পছন্দ না হলেও প্রশংসা করতে হচ্ছিল তাঁকে। এবার অমিত কুমারের সঙ্গে সহমত হলেন সঙ্গীত পরিচালক তথা গায়ক সেলিম মার্চেন্ট (salim merchant)।

ইন্ডিয়ান আইডল সহ একাধিক রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসেছেন সেলিম। কিন্তু এখন আর তাঁকে বিচারক হিসেবে দেখা যায় না। এর কারণ হিসেবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম দাবি করেন, তাঁকেও শোয়ের পরিচালক বলেছিলেন সব প্রতিযোগীর প্রশংসা করতে। কিন্তু তিনি তা করতেন না।


সেলিম বলেন, তিনি প্রতিযোগীদের প্রশংসা করতেন। তবে তাদের ভুলও ধরিয়ে দিতেন। নির্মাতাদের কথা না শুনেই এমনটা করতেন তিনি। কারণ সেলিম মনে করেন ভালভাবে প্রতিযোগীদের ভুলটা ধরিয়ে দিলে ভবিষ‍্যতে তারা উন্নতি করতে পারবে। নির্মাতাদের কথা না শোনার জন‍্যই হয়তো এখন আর বিচারকের আসনে বসার ডাক পান না, এমনি মন্তব‍্য করেন সেলিম।

এর আগে শোটি নিয়ে অমিত কুমার বলেছিলেন, সবই পূর্বপরিকল্পিত ছিল। শো শুরুর তাঁকে ভাল মন্দ নির্বিশেষে সব প্রতিযোগীদের প্রশংসা করতে বলা হয়েছিল। অমিত কুমার বলেন, টাকার প্রয়োজন সবারই আছে। আর টাকার বিনিময়েই ওই শো তে অতিথি বিচারক হিসাবে যেতে রাজি হয়েছিলেন তিনি। তাঁকে যেমনটা বলা হয়েছিল তেমনটাই করেছিলেন তিনি। প্রশংসা সবারই করেছিলেন কিন্তু কয়েক জনের গান শুনে তাঁর ইচ্ছা করছিল শো মাঝপথেই বন্ধ করে দিতে।‌‌

সম্পর্কিত খবর

X