বাংলা হান্ট ডেস্কঃ আজ ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিন। প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) নেতৃত্বে বাংলায় ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) সাগর থেকে পাহাড় পরিক্রমারও শেষ দিন ছিল আজ। সেই উপলক্ষ্যে সিপিএম-সহ বাম দলগুলিকে (Left Party’s) ‘ভারত জোড়ো যাত্রা’য় শামিল হওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেসের অধীর চৌধুরী। তবে যোগদান করেননি কোনো বাম নেতা। কিন্তু কেন আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও রাজনৈতিক যাত্রার শেষ দিনে হাজির হল না লাল শিবির? এই প্রশ্নের উত্তরে অধীরকে চিঠি দিয়ে কারণ জানালেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক তথা বাম নেতা মহম্মদ সেলিম (Md. Salim)।
নিজের লেখা চিঠিতে প্রথমেই অধীরকে ‘ভারত জোড়ো যাত্রা’র সাফল্য কামনায় শুভেচ্ছা জানিয়েছেন সেলিম। এরপর তিঁনি জানান, আজ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ‘দেশপ্রেম দিবস’ পালন করে বাম শিবির। তাই এদিন নানা কর্মসূচি পালনে ব্যস্ত থাকেন তাঁরা। তিঁনি আরও লেখেন, এবার নেতাজি জন্মোৎসব কমিটির তরফে কেন্দ্রীয় অনুষ্ঠান রাখা হয়েছে কলকাতায়। যার ফলে অধীরের ডাকে সাড়া দিয়ে ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে পারেননি তাঁরা। এরপর অনুরোধ রক্ষা করতে না পারায় দুঃখও প্রকাশ করেন বাম নেতা।
অন্যদিকে, বামফ্রন্টের আরেক শাখা আরএসপি-ও তাঁদের অনুপস্থিতির কারণ জানিয়ে চিঠি প্রেরণ করেছেন অধীরকে। আরএসপি-র রাজ্য সম্পাদক তপন হোড় চিঠি লিখে জানান, “২৩ জানুয়ারি মহানায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পূর্ব নির্ধারিত একাধিক কর্মসূচিতে আমি উপস্থিত থাকতে অঙ্গীকারবদ্ধ। তাই, দুঃখের সাথে জানাই, দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে ওই দিন আপনাদের দলের সমাপ্তিসূচক পদযাত্রায় উপস্থিত থাকতে পারব না।”
পাশাপাশি এদিন ভারত জোড়ো যাত্রার শেষ দিনে পা মেলাতে হাজির থাকার জন্য চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও। কিন্তু দল কার্শিয়াংয়ের এই কর্মসূচীতে অংশগ্রহণ না করায় বিমানও যাননি বলে সূত্র মারফত খবর। প্রসঙ্গত, কলকাতায় ভারত জোড়ো যাত্রাকালীন বামপন্থী কিছু বিশিষ্টজন কংগ্রেসের পদযাত্রায় শামিল হয়েছিলেন। কিন্তু পাহাড়ে সেই চিত্রটা একেবারেই ভিন্ন রইল। প্রদেশ কংগ্রেস সভাপতিকে চিঠি প্রেরণ করে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাম শিবির।