বাংলাহান্ট ডেস্ক: শিক্ষাঙ্গনে হিজাব (Hijab controversy) নিষেধ করার সিদ্ধান্তে কর্ণাটকে বিক্ষোভের আগুন জ্বলছে। সে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। বলিউডের একাধিক তারকা ইতিমধ্যেই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন। এবার শোনা গেল, ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে নেটদুনিয়ায় ভাইরাল হওয়া তরুণীকে ৫ কোটি টাকা পুরস্কার দিতে চলেছেন সলমন খান (Salman Khan), আমির খান (Aamir Khan) ও তুরস্কের সরকার। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে সুর চড়ানোর জন্য নাকি এই উপহার পাচ্ছেন তিনি।
উদুপির একটি কলেজ থেকে প্রথমে শুরু হয়েছিল হিজাব বিতর্ক। কলেজে কয়েকজন মুসলিম পড়ুয়াকে বলা হয়, হিজাব খুলে আসতে নয়তো ক্লাসরুম ছেড়ে বেরিয়ে যেতে। পড়ুয়ারা হিজাব খুলতে অস্বীকার করলে তাদের ক্লাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। এরপরেই শুরু হয় বিক্ষোভ।
এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর জেরে বিক্ষোভের আগুন চড়চড়িয়ে বেড়েছে। ভিডিওটি কর্ণাটকের এক কলেজের। সেখানে দেখা যাচ্ছে, একদল হিন্দুত্ববাদী যুবক জোর গলায় ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছে। পালটা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেন বোরখা পরা এক তরুণী। ভিডিওটি বিভিন্ন মহলে শোরগোল ফেলে দিয়েছে।
ভিডিওর মেয়েটির নাম মুসকান খান। রাতারাতি ভাইরাল হয়ে পড়েন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়, সলমন, আমির এবং তুরস্ক সরকার ওই তরুণীকে একটি বড় অঙ্কের টাকা পুরস্কার দিতে চলেছেন হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। পোস্টে আরো দাবি করা হয়, তুরস্ক সরকারের তরফে ৫ কোটি এবং সলমন ও আমিরের তরফে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে।
তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই খবর সম্পূর্ণ ভুয়ো। তুরস্ক সরকারের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি যে মুসকানকে ওই টাকাটা দেওয়া হবে। পাশাপাশি আমির ও সলমনের তরফেও এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি যে তারা মুসকানকে ৩ কোটি টাকা দেবেন। এমনকি হিজাব বিতর্কে এখনো মুখ পর্যন্ত খোলেননি সলমন বা আমির। সবদিক দেখেই মনে করা হচ্ছে, সম্ভবত এটি একটি গুজব।