বাংলাহান্ট ডেস্ক: বলিউড তাঁর নামেই চলে। ষাটের দোরগোড়ায় এসেও তাঁর শার্টলেস ছবি বুকের ধুকপুকুনি বাড়ায় মহিলা মহলের। সলমন খানের (Salman Khan) উন্মাদনা কম হওয়ার নয়। এবার দক্ষিণ ভারতও সাক্ষী থাকল ভাইজান ক্যারিশ্মার। তেলুগু ছবিতে ডেবিউ করেই ব্লকবাস্টার তকমা জোটালেন সলমন।
মেগাস্টার চিরঞ্জিবীর (Chiranjeevi) ‘গডফাদার’ (Godfather) ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সলমন। চরিত্র ছোট হলেও কম সময়ের মধ্যেই নিজের রঙ দেখিয়ে দিয়েছেন বলিউডের ভাইজান। প্রেমে পড়তে বাধ্য করেছেন দক্ষিণের দর্শকদের। মাত্র দু দিন আগে মুক্তি পেয়েছে ‘গডফাদার’। এর মধ্যেই ৭০ কোটি ছুঁইছুঁই ছবির বক্স অফিস সংগ্রহ। ব্লকবাস্টার হওয়ার পথে এগোচ্ছে গডফাদার, এমনি দাবি ফিল্ম সমালোচকদের।
এক ফিল্ম সমালোচক জানিয়েছেন, দু দিনে ৬৯.১২ কোটি টাকার ব্যবসা করেছে চিরঞ্জিবী ও সলমনের গডফাদার। প্রথম দিনে গোটা বিশ্বে প্রায় ৩৮ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। দ্বিতীয় দিনে তা একটু কমে দাঁড়ায় ৩১ কোটিতে। তবে মুক্তির দিন থেকেই গডফাদার যেভাবে গতি ধরে নিয়েছে তাতে স্পষ্ট যে বাস্তবিকই ব্লকবাস্টার হতে চলেছে ছবিটি।
প্রসঙ্গত, আগেই জানা গিয়েছিল, এই ছবির জন্য কোনো রকম পারিশ্রমিকও নিতে রাজি হননি সলমন। চিরঞ্জিবী জানান, ‘গডফাদার’এর পরিচালক মোহন রাজা প্রথম এই ক্যামিও চরিত্রটির জন্য সলমনের নাম বলেন। চিরঞ্জিবীর পরিবারের সঙ্গে ভাইজানের খুব ভাল সম্পর্ক। তাই তিনিই অভিনেতাকে রাজি করানোর ভার নেন নিজের কাঁধে। সলমনের সাহায্য চেয়ে মেসেজ পাঠিয়েছিলেন চিরঞ্জিবী। উত্তরও চলে এসেছিল সঙ্গে সঙ্গে।
চিরঞ্জিবী আগেভাগেই সলমনকে বলে দিয়েছিলেন যে চরিত্রটি ছোট। কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। দরকার হলে তিনি আসল ছবি ‘লুসিফার’ দেখে নিতে পারেন। কিন্ত সলমন চিরঞ্জিবীর মুখের কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন। বলিউড অভিনেতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চিরঞ্জিবী পুত্র রাম চরণ।
তাঁকে সলমন স্পষ্ট বলেন, তিনি তাঁর ভাইয়ের মতো। লুসিফার দেখার দরকার নেই তাঁর। শুধু তাঁর চরিত্রটি বুঝিয়ে দিলেই হবে। মাত্র ২ মিনিটেই রাজি হয়ে গিয়েছিলেন সলমন। কিন্তু ছবিতে অভিনয়ের জন্য কোনো রকম পারিশ্রমিক নিতে চাননি তিনি।