বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) যখন সিনেমা বয়কটের ধুম, দক্ষিণে তখন একের পর এক ছবি মুক্তি পাচ্ছে। বলিউড থেকেও অভিনেতারা পাড়ি দিচ্ছেন দক্ষিণে। করোনা কালের পর থেকেই হিন্দি ছবির বাজার খারাপ। উপরন্তু এখন জুড়েছে বয়কট ট্রেন্ড। যে ছবিই মুক্তি পাক না কেন তাকেই পড়তে হচ্ছে নেটনাগরিকদের রোষানলে। এমন পরিস্থিতিতে গা বাঁচিয়ে দক্ষিণেই পাড়ি দিলেন সলমন খান (Salman Khan)।
সলমন মানেই বলিউড, এতদিন ধরে এটাই জেনে এসেছে দর্শকরা। কিন্তু দক্ষিণী ছবি যেভাবে কব্জা করে ফেলেছে বলিউডকে, তাতে ভাইজানেরও সিংহাসন নড়ে গিয়েছে। আগামী বছর তাঁর ‘টাইগার থ্রি’ ছবি মুক্তি পাবে। কতটা ব্যবসা করতে পারবে না পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তার আগেই তেলুগু মেগাস্টার চিরঞ্জিবীর (Chiranjeevi) সঙ্গে ‘গডফাদার’ এর টিজার প্রকাশ্যে আনলেন সলমন।
চিরঞ্জিবীর সঙ্গে গডফাদার ছবিতে অভিনয় করছেন সলমন, এ খবর আগেই জানা গিয়েছিল। এই ছবির সঙ্গে সঙ্গেই তেলুগু ছবিতে ডেবিউ করলেন ভাইজান। তবে তেলুগু বলতে শোনা যায়নি তাঁকে। হিন্দিতে নিজেকে গডফাদার চিরঞ্জিবীর ‘ছোট ভাই’ বলে পরিচয় দেন সলমন। দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং শিহরন জাগানো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মিশেলে টিজারটি নজর কাড়ার মতোই।
উল্লেখ্য, গডফাদারও কিন্তু রিমেক ছবি। আসল মালয়ালম ছবি ‘লুসিফার’ এর তেলুগু রিমেক হল গডফাদার। লুসিফারের পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন নিজেও একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন ছবিতে। পৃথ্বীরাজের চরিত্রটিতেই অভিনয় করবেন সলমন।
ছবির প্রযোজকরা নাকি ১৫-২০ কোটি টাকা পারিশ্রমিক দিতে রাজি ছিলেন সলমনকে। কিন্তু প্রত্যাখ্যান করেন অভিনেতা নিজেই। জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয় করার জন্য এই একটি শর্তই দিয়েছেন সলমন। আসলে সুপারস্টার চিরঞ্জিবীর প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
এর আগে একবার আমির খান চিরঞ্জিবীকে জিজ্ঞাসা করেছিলেন, তাঁর বদলে সলমনকে কেন নিলেন তিনি গডফাদার ছবিতে। উত্তরে হাসতে হাসতে মেগাস্টার বলেছিলেন, এই চরিত্রের জন্য কোনো হৃদয়বান আর বুদ্ধিমান মানুষের দরকার ছিল না। বরং প্রয়োজন ছিল পেশিবহুল চেহারার কাউকে। তাই আমিরকে বাদ দিয়ে সলমন।