বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২-এ দুর্দান্ত ফর্মে থাকার যোগ্য পুরস্কার পেয়েছেন বাবর আজম (Babar Azam)। আইসিসির (ICC) দ্বারা ২০২২ সালের পারফরমেন্সের ভিত্তিতে বাবরকে সেরা ওডিআই ক্রিকেটার এবং বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে। গত বছর বাবর ব্যাট হাতে ২,৬০০-র বেশি রান করেছেন। অন্য কেউই গতবছর সব ফরম্যাট মিলিয়ে ২০০০ রানের গন্ডি অতিক্রম করতে পারেননি। সেই সঙ্গে নিজের দেশকে অধিনায়ক হিসাবে এশিয়া কাপ (Asia Cup 2022) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2022) ফাইনালে নিয়ে গিয়েছিলেন।
তিনি বর্তমানে যে ধরনের ধারাবাহিকতা দেখাচ্ছেন তা শুধুমাত্র বিরাট কোহলি দেখাতে পেরেছেন সব রকমের ক্রিকেটে। অনেকেই তার সঙ্গে বিরাট কোহলির তুলনা করতে শুরু করে দিয়েছেন তার ফর্ম দেখে। বিরাট কোহলিও একসময় এইরকমই ধারাবাহিকভাবে সকল ফরম্যাটে নিয়মিত রান করে যেতেন।
কিন্তু পাকিস্তানেরই প্রাক্তন ওপেনার সালমান বাট বিরাটের সঙ্গে বাবরের কোনো রকম তুলনাই করতে চান না। তার মতে বিরাট এখন কেরিয়ারের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে তাকে সর্বকালের সেরাদের সঙ্গে তুলনা করা হয়। তিনি মাঝে তিন বছর কোনও শতরান পাননি। তা সত্ত্বেও এখন তার শতরাং সংখ্যা ৭৪। সালমান পাঠ তাই মনে করেন যে বিরাট কোহলি রয়েছেন আলাদা নিজস্ব উচ্চতায়।
তাই বলে তিনি বাবর আজমের কীর্তিকে অসম্মান করতে চাননি। তিনি বলেছেন যে গত কিছু সময় পাকিস্তান একাধিক এমন ক্রিকেটের কে পেয়েছে যারা নিজেদের সেরা সময় অসাধারণ পারফরম্যান্স করেছে কিন্তু ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তার মতে বাবর আজম সেই খরা ঘুচিয়ে দিতে পারেন। গত কয়েক বছর ধরে তিনি ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন।
চলতি বছরেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। তার আগে দুই দলই এই মুহূর্তে বিভিন্ন ফরম্যাটের ক্রিকেট খেলছে এবং দুই তারকাকে আলাদা আলাদা ফরম্যাটে পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে। বাবর নিজের সেরা ছন্দে রয়েছেন এবং কোহলি ও নিজের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন কিছুটা। আগামী কয়েক বছর দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা সকলেই উপভোগ করবেন। ক্রিকেটপ্রেমীরা আশা করবেন যে এশিয়া কাপ এবং ওডিআই বিশ্বকাপ যথাযথভাবে আয়োজন হোক এবং বাবর ও বিরাট একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাক।