নূপুর শর্মার শিরচ্ছেদ করার হুমকি দিয়েছিলেন আজমের দরগার খাদিম, এবার হলেন গ্রেফতার

বাংলা হান্ট ডেস্কঃ পয়গম্বরকে নিয়ে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেড়ে বিগত একমাস ধরে উত্তপ্ত রয়েছে দেশের পরিস্থিতি। নূপুর শর্মার মন্তব্যের পরবর্তীতে গোটা দেশজুড়ে বিক্ষোভে সামিল হয় একশ্রেণীর মানুষ। শুধু তাই নয়, এই ঘটনার প্রাক্তন বিজেপি নেত্রীকে সমর্থন করায় কানহাইয়া লাল নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে দুই দুষ্কৃতি। এরপরেই আবার নূপুর শর্মার মুণ্ডচ্ছেদ করার হুমকি দিয়ে বসে আজমের দরগার খাদিম সলমন চিস্তি নামে এক ব্যক্তি। এই ঘটনাটি সামনে আসার পরই তার বিরুদ্ধে তল্লাশি চালায় পুলিশ এবং বর্তমানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর গোটা দেশজুড়ে প্রতিবাদে সামিল হয় অধিকাংশ মানুষ। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে ভাঙচুরের মত একাধিক ঘটনা সামনে আসে। তবে এরপর পুলিশি তৎপরতার সেই পরিস্থিতি সামলানো গেলেও পরবর্তীতে রাজস্থানে কানহাইয়া লাল নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করে দুই দুষ্কৃতী। এক্ষেত্রে নূপুর শর্মাকে সমর্থন করায় তাঁর এই করুন দশা হয়। এরপরেই আবার বিজেপি নেত্রীর মুণ্ডচ্ছেদের হুমকি দিয়ে বসে এক ব্যক্তি। গতকাল গভীর রাতে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রাত ১২ টা বেজে ৪৫ মিনিটে সলমনকে গ্রেফতার করা হয়। বর্তমানে গোটা দেশের বিভিন্ন প্রান্তে উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই। এর মাঝে রাজস্থানে কানহাইয়া লাল খুনের ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আর সেই বিতর্ক থামতে না থামতে সম্প্রতি নূপুর শর্মার মুণ্ডচ্ছেদ করার হুমকি দেয় সলমন চিস্তি।

এক্ষেত্রে একটি ভিডিও করে অভিযুক্ত বলে, “আমার মায়ের কসম, আমি ওকে গুলি করে মারতাম। আমি এই মুহূর্তে বলে রাখছি, নূপুর শর্মার মাথা যে এনে দিতে পারবে, তাকে আমি বাড়ি দিয়ে দেবো। সলমন আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছে।” ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এই হুমকির পর তৎপর হয়ে ওঠে পুলিশ এবং অবশেষে গতকাল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Sayan Das

সম্পর্কিত খবর