বাংলাহান্ট ডেস্ক: গতকাল ২৭ ডিসেম্বর ৫৫ তে পা দিলেন বলিউডের ভাইজান সলমন খান (salman khan)। করোনা আবহে এবার তাঁর বাড়ির সামনে অনুরাগীদের ভিড় করতে নিজেই বারন করেছিলেন অভিনেতা। আগে থেকেই বাড়ির বাইরে ভিড় না করার বার্তা দিয়ে একটি নোটিস ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পানভেলে নিজের বিলাসবহুল ফার্ম হাউসে এদিন মধ্যরাতে কেক কাটেন সলমন।
পানভেল ফার্ম হাউসের বাইরে পাপারাৎজির উপস্থিতিতে কেক কাটেন সলমন। এদিন তাঁর ভাগ্নী আয়াতও এক বছরে পা দিল। তাই করোনা আবহের মধ্যেও সেলিব্রেশনের মেজাজ ছিল দুগুণ। তবে এবার শুধু মাত্র সলমনের পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধবের উপস্থিতিতেই হয় বার্থডে পার্টি। উপস্থিত পাপারাৎজিদের মাধ্যমে অনুরাগীদের করোনার বিধি নিষেধ মানার অনুরোধও করেন সলমন।
এদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসুজাও। দুজনেই সলমন ও আয়াতের সঙ্গে দুটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রিতেশ ও জেনেলিয়ার দুই ছেলেকে জড়িয়ে ধরে হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দেন সলমন। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রিতেশ।
https://twitter.com/ibeingaayushh/status/1343230435896164352?s=19
অপরদিকে ‘বার্থডে গার্ল’ আয়াতকে কোলে নিয়ে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন জেনেলিয়া। আয়াতকে কোলে নিয়ে রিতেশও একটি ভিডিও শেয়ার করেছেন। সেই সব ছবি ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CJT15Okjq6h/?igshid=1ugpwzbcanfyc
https://www.instagram.com/p/CJVHSJKD8Pp/?igshid=1upovu2j7zb2z
প্রসঙ্গত, এই মুহূর্তে সলমন অনুরাগীদের অপেক্ষা তাঁর আগামী ছবি ‘রাধে’র। ২০২১ এর ইদে মুক্তি পেতে চলেছে সলমনের বহু প্রতীক্ষিত ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিছু দিন ধরে শোনা যাচ্ছিল সিনেমা হলে নয়, বরং এখনকার অন্যান্য বেশ কয়েকটি ছবির মতো OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে সলমনের রাধে। কিন্তু সমস্ত গুঞ্জন আলোচনাকে উড়িয়ে দেন ফিল্ম সমালোচক তথা ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি সাফ জানিয়ে দেন সিনেমা হলেই মুক্তি পাবে রাধে।
https://www.instagram.com/p/CJT1YUwMVDK/?igshid=bmtwku3dmqev
ছবিতে সলমনের বিপরীতে রয়েছেন দিশা পাটানি। ছবির শুটিং অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। চলতি বছর ইদেই মুক্তি পাওয়ার কথা ছিল সলমনের রাধের। কিন্তু লকডাউনের কারনে তা সম্ভব হয়নি। এছাড়াও ‘কিক ২’ ও ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করবেন সলমন।