প্রাণের ভয় ভুলে কলকাতায় মঞ্চ মাতালেন সলমান, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে একগুচ্ছ ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : মাঝখানে কেটে গিয়েছে প্রায় ১৩ টা বছর। দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতার মাটিতে পা রাখলেন বলিউড (Bollywood) ভাইজান সলমান খান (Salman Khan)। প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার সুযোগ পেলেন কলকাতাবাসী। এর আগে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে তিলোত্তমার বুকে পা রেখেছিলেন সল্লু ভাই। শনিবার ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড’ এ ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণ মাতালেন অভিনেতা।

এদিন মঞ্চে দাবাং স্টাইলেই এন্ট্রি নেন সলমান খান। ঝুলন্ত দোলনায় চড়ে মঞ্চে আসেন তিনি। যদিও ততক্ষণে ক্লাব চত্বরের বিভিন্ন প্রান্ত থেকে উঠতে শুরু করেছে তাঁর নামের ধ্বনি। একের পর এক গানে কোমড় দোলালেন বলিউড সুপারস্টার। প্রিয় অভিনেতাদের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল ভক্তদেরও।

Salman Khan

প্রথম থেকেই এই শোয়ের টিকিটের চাহিদা ছিল আকাশ ছোঁয়া। ৬৯৯ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছিল টিকিটের মূল্য। শনিবার ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত ছিলেন ১৬ হাজারেরও বেশি দর্শক। যদিও সলমান একা নন এদিন তিলোত্তমার মঞ্চ মাতিয়েছেন জ্যাকলিন, প্রভু দেবা, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, রাঘব জুয়েলরা। যদিও লাইমলাইটে ছিলেন সকলের প্রিয় ভাইজান।

শনিবার দুপুরে কলকাতাতে পৌঁছেই সোজা কালীঘাটে পৌঁছে যান অভিনেতা। দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল হরিশ চ্যাটার্জী রোডে। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে হাজির হয়েছিলেন সকলেই। উপস্থিত ছিলেন নেতাজি নগর সলমান খান ফ্যান ক্লাবের সদস্যরাও।

Salman khan

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আজীবন সদস্য পদ দিয়ে সম্মানিত করা হয় অভিনেতাকে। জানানো হয় সংবর্ধনা। এদিন ইস্টবেঙ্গল মঞ্চে সলমান খানকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিধান নগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার লাল হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেন অভিনেতাকে। সম্মান এবং উপহার পেয়ে আপ্লুত বলিউড ভাইজান।

additiya

সম্পর্কিত খবর