বাংলাহান্ট ডেস্ক : সময়টা মোটেই ভালো যাচ্ছে না সলমন খানের (Salman Khan)। বিগত বেশ কয়েক মাস ধরেই খুনের হুমকি পেয়ে চলেছেন তিনি। কয়েক দশক আগে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনার সঙ্গেই হুমকিগুলি জড়িত বলে জানা গিয়েছিল। কৃষ্ণসার হত্যার অভিযোগে লরেন্স বিষ্ণোই এর থেকে লাগাতার হুমকি পাচ্ছিলেন তিনি। মাঝে কিছুদিন হুমকি আসা থামলেও সোমবার ফের অশান্তি ফিরল ভাইজানের জীবনে।
ফের হুমকি পেলেন সলমন (Salman Khan)
সোমবার সকালে মুম্বই পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে। জানা যাচ্ছে, সেখানে লেখা ছিল, বাড়িতে ঢুকে খুন করা হবে সলমন খানকে (Salman Khan) এবং তাঁর গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ঢুকে অভিনেতাকে খুন করার হুমকি দেওয়া হয়। তারপরেই তড়িঘড়ি লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ। তদন্তও শুরু হয়েছে ঘটনায়। ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্ভুক্ত ৩৫১ (২) (৩) ধারায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
কী বলা হল বার্তায়: এটা অবশ্য প্রথম নয়। এর আগেও একই ভাবে হুমকি বার্তা পেয়েছেন সলমন (Salman Khan)। অনেক ক্ষেত্রেই তদন্ত করে দেখা গিয়েছে, হয় কোনো ব্যক্তি মজা করে হুমকি পাঠিয়েছিলেন। নয়তো দেখা গিয়েছে, কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাঠিয়েছেন সেই বার্তা। এবারেও কি একই রকম ঘটনা ঘটেছে? তা এখনো স্পষ্ট না হলেও সলমনের (Salman Khan) নিরাপত্তা আরো বাড়িয়ে দেওয়া হয়েছে।
আরো পড়ুন : বরফ গলছে সম্পর্কে! ৫ বছর পর পাকিস্তানের এই ‘বন্ধু’ দেশের সঙ্গে সরাসরি বিমান চালু হচ্ছে ভারতের
বাড়ানো হয়েছে নিরাপত্তা: এমনিতেই লরেন্স বিষ্ণোই গ্যাং এর থেকে লাগাতার হুমকি পাওয়ার জন্য নিরাপত্তা ক্ষেত্রে বড়সড় বদল ঘটান সলমন (Salman Khan)। বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। এমনকি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও পরিবর্তন করা হয়েছে কিছু ক্ষেত্রে। আগের মতো আর অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে দাঁড়ান না ভাইজান। সদা সতর্ক দৃষ্টি থাকে তাঁর দেহরক্ষীদের।
আরো পড়ুন : ‘ভয়ঙ্কর হামলা হবে’! ৫ মাসের মধ্যে ফের হুমকি বার্তা রাম মন্দিরে, আরো বাড়ল নিরাপত্তা
প্রসঙ্গত, বেশ অনেকদিন ধরেই হুমকি পেয়ে চলেছেন সলমন (Salman Khan)। এমনকি তাঁর বাবা সেলিম খানও পেয়েছেন হুমকি। তারপরেই নিরাপত্তা বাড়ানো হয় অভিনেতার। যদিও শেরাকে হাতছাড়া করেননি সলমন।