সলমন-ঐশ্বর্যকে আবার একসাথে দেখতে চান শাহিদ কাপুর?

বাংলা হান্ট ডেস্ক: পদ্মাবত-এর সিক্যুয়েলে পদ্মাবতী ও সুলতান খিজলি হিসেবে সলমন খান এবং ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে চান শাহিদ কাপুর। সেই হাম দিল দে চুকে সনম-র কাস্ট কে আবার একসাথে দেখতে চান তিনি। সম্প্রতি নেহা ধুপিয়ার শো নো ফিল্টার নেহা-য় হাজির হন শাহিদ কাপুর। সেখানেই পদ্মাবত-এর সিক্যুয়েল হলে সেখানে কাঁদের কাস্ট করা হবে, তা নিয়ে প্রশ্ন করা হয় শাহিদ কাপুরকে। যার উত্তরে সলমন, ঐশ্বর্য এবং অজয় দেবগনের নাম করেন ‘কবীর সিং’ অভিনেতা।

slas

নো ফিল্টার নেহা-য় সলমন, ঐশ্বর্যর পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের সম্পর্ক নিয়েও জিজ্ঞাসা করা হয় শাহিদকে। যার উত্তরে শাহিদ বলেন, প্রিয়াঙ্কা এবং নিকের এক অপরকে আরও ভালভাবে বোঝা উচিত এবং জানা উচিত। তবেই তাঁদের সম্পর্ক আরও শক্তপোক্ত হবে বলে মত প্রকাশ করেন শাহিদ। এসবের পাশাপাশি জাহ্নবী কাপুর এবং ইশান খট্টরের বিষয়ে জিজ্ঞাসা করা শাহিদকে। যার উত্তরে শাহিদ বলেন, ইশানকে কাজের জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনকে সব সময় পৃথক করে রাখা উচিত। না হলে ভবিষ্যতে ইশানকে সমস্যায় পড়তে হবে বলেও মনে করেন শাহিদ কাপুর।

সম্পর্কিত খবর