একসঙ্গেই ফার্ম হাউসে রয়েছেন সলমন-ইউলিয়া, নেটদুনিয়ায় ফাঁস ভিডিও!

বাংলাহান্ট ডেস্ক: হাতে নাতে ধরা পড়লেন সলমন খান (Salman khan)। জল্পনা চলছিল আগে থেকেই। এবার তারই প্রমাণ পাওয়া গেল। সব জল্পনার অবসান ঘটিয়ে জানা গেল সলমনের সঙ্গেই তাঁর ফার্ম হাউসে রয়েছেন ইউলিয়া ভান্টুর (Iulia vantur)।

freepressjournal import 2018 05 Salman Khan Iulia Vantur 3
সোশ‍্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে একটি ভিডিও। ইউলিয়া লাইভ শো করছিলেন বাড়িতে বসে। হঠাৎ করেই সলমন ঢুকে আসেন তাঁর ঘরে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ইউলিয়াও। কিন্তু তার পরক্ষণেই হেসে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।
এই লডাউনের পরিস্থিতিতে সলমন ও ইউলিয়া দুজনে একসঙ্গে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল সংবাদমাধ‍্যম সূত্রে। আগেই জানা গিয়েছিল মুম্বইয়ের পানভেলের বাগান বাড়িতে পরিবারকে নিয়ে গৃহবন্দি রয়েছেন অভিনেতা। ইউলিয়াও নাকি সেখানেই রয়েছেন বলে শোনা গিয়েছিল। এবার তারই হাতে নাতে প্রমাণ পাওয়া গেল।

https://www.instagram.com/p/B-_-EzvFne1/?igshid=1jww4jk13bmal

লকডাউন ঘোষনা হওয়ার কিছুদিন আগেই একটি ছবির বিষয়ে কথা বলতে ফার্মহাউসে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন পরিচালক অভিরাজ মিনাওয়ালা। ছবিতে সলমনের বোন আয়ুষ শর্মার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। সেই কারণে অর্পিতা ও আয়ুষও গিয়েছিলেন সলমনের সঙ্গে। আর এক বোন আলভিরা ও তাঁর স্বামী অতুলকেও ডেকে নিয়েছিলেন অভিনেতা। সেই সঙ্গে সোহেল খানের ছেলে নির্বাণও বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করার জন‍্য ওই ফার্ম হাউসেই গিয়েছিলেন।
অপরদিকে ‘গেন্দা ফুল’ এর বিষয়ে আলোচনা করতে জ‍্যাকলিন ফার্নান্ডেজও পৌঁছান সলমনের বাগান বাড়িতে। তার মধ‍্যেই লকডাউন হওয়ায় সেখানেই আটকে পড়েন সবাই। এর আগে ইউলিয়ার সেখানে থাকার বিষয়টা নিয়ে স্পষ্ট করে কিছুই বলেননি খান পরিবার।

https://www.instagram.com/p/B_GKjwojxb6/?igshid=xao1yaa34ohd

 

কিন্তু ইউলিয়ার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে উঁকি দিয়েই বোঝা গিয়েছিল সলমনের ফার্ম হাউসের পরিবেশের সঙ্গে ইউলিয়ার ছবির প্রচুর মিল। প্রসঙ্গত, বেশ কিছু সময় ধরেই সলমনের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে ইউলিয়াকে। কিন্তু বিয়ে কবে করছেন সেই বিষয়ে এখনও মুখ খোলেননি কেউই।

Niranjana Nag

সম্পর্কিত খবর