বাংলাহান্ট ডেস্ক: শুরু হতে চলেছে বিপিএল অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। গত ৮ ডিসেম্বর, রবিবার হয়ে গেল লিগের উদ্বোধনী অনুষ্ঠান। এই উপলক্ষে বাংলাদেশে হাজির হয়েছিলেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। অনুষ্ঠানে দুজনের মুখেই শোনা গেল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান।
এবার বিপিএলের নতুন নামকরণ করে করা হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ বা বিবিপিএল। এইদিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রায় সিংহভাগটা জুড়েই ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানের শেষ হওয়ার আগে ছিল সলমন ও ক্যাটরিনার একটি মিলিত পারফরম্যান্স। তার আগেই বঙ্গবন্ধুর উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেন তাঁরা। দুজনের মুখেই শোনা যায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগান। শুধু তাই নয়, শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানের সফলতাও কামনা করেন ভাইজান ও ক্যাট। এই পুরো ঘটনার সাক্ষী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ইতিহাসে শেখ মুজিবুর রহমানের অবদানের প্রসঙ্গও উল্লেখ করেন সলমন। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকেও স্মরণ করতে দেখা যায় তাঁকে। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার বাবা আমাকে বলেছেন, যখনই মঞ্চে উঠব কাজী নজরুল ইসলামের নাম অবশ্যই উল্লেখ করতে। আমার বাবা ওনার একজন বড় ভক্ত।”
তবে বিবিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে এই দুই বলিউড তারকা ছাড়া দেখা মেলেনি আর কোনও ক্রিকেট খেলোয়াড়ের।