বাংলা হান্ট ডেস্ক: চীনের উহান থেকে আগত করোনা ভাইরাস সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্ব জুড়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের। আক্রান্তের সংখ্যাও প্রচুর বেশি।
আমেরিকাতে ইতালি ও স্পেনের মতন উন্নতশীল দেশ গুলিতেও করোনার থাবায় মৃত্যুমিছিল অব্যাহত। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও প্রবেশ করেছে এই ভাইরাস। করোনা সংক্রমণ এড়াতে গত ২৩ শে মার্চ থেকে সারা ভারত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে রাজ্য সরকারও।
১৫ ই এপ্রিল থেকে ভারত জুড়ে উঠে যাওয়ার কথা ছিল লকডাউন। তবে বর্তমান পরিস্থিতির নিরিখে ৩০ শে এপ্রিল পর্যন্ত লকডাউন এর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানান লকডাউন চলবে ৩ মে পর্যন্ত।
ভারতের লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা এমন অবস্থায়ও কিছু বেপরোয়া মানুষ সরকারের নির্দেশ অমান্য করে কোনও জরুরী কাজ ছাড়াই রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। তাদেরকে এবার একহাত নিলেন বলিউড সুপারস্টার সালমান খান।
সম্প্রতি ১০ মিনিটের একটি বার্তা প্রকাশ করে সালমান খান বলেন,” কিছু মানুষ কি চাইছেন দেশের জনসংখ্যা কমাতে? আর সেটা কি তারা নিজেদের পরিবার দিয়েই শুরু করতে চান? যারা মনে করছেন তারা নেগেটিভ তারা ক’দিনের মধ্যেই পজিটিভ হয়ে যাবেন এভাবে ঘুরে বেড়ালে। যারা এখনো সরকারী নির্দেশ অমান্য করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমি “জোকার ” মনে করি। এছাড়াও করোনা নাকি রুখতে সরকারের নির্দেশ মেনে চলার বার্তাও দেন সালমান খান। সকলকে ঘরে থাকতে অনুরোধ করেন তিনি।
প্রসঙ্গত, সালমান খান ফার্ম হাউসে সময় কাটাতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। কিন্তু হঠাৎ করে লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় সেই ফার্মহাউসেই থাকতে হয় সালমান খান এবং তার পরিবারকে। এবং সেখানে তারা সব রকম সতর্কতা মেনে চলছেন এবং সরকারের সব নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন বলে জানিয়েছেন।