সলমনের জন্মদিনে ভক্তদের খণ্ডযুদ্ধ, পরিস্থিতি সামলাতে চলল পুলিসের লাঠি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সলমন খানের (Salman Khan) জন্মদিন আর বিতর্ক হবে না তা কি হয়? এবারেও সেটাই হল‌। ভাইজানের বাড়ির সামনে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল এদিন। সলমনকে এক ঝলক দেখার জন‍্য ভক্তদের ঢল নেমেছিল গ‍্যালাক্সির সামনে। পরিস্থিতি  সামলাতে পুলিসকে লাঠিচার্জ করতে হয়।

সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে সলমনের গ‍্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে ভিড়ে ভিড়াক্কার। সকলেই অপেক্ষায় ছিলেন ভাইজানকে একবার ব‍্যালকনিতে দেখার জন‍্য। দাঁড়িয়ে থাকতে থাকতে উন্মত্ত হয়ে ওঠে জনতা। উত্তপ্ত পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করে পুলিস। লাঠিচার্জ করা হয় জনতার উপরে। তবে ব‍্যালকনিতে এসে অনুরাগীদের দেখাও দেন সলমন।


প্রসঙ্গত, বোন অর্পিতার বাড়িতে এদিন জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন সলমন। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা অভিনেত্রী থেকে সলমনের পরিবারের সদস‍্যরাও উপস্থিত ছিল পার্টিতে। তার মধ‍্যে থেকেই নজর কেড়ে নেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি।

ইন্ডাস্ট্রির যে অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে থেকেছেন সলমন, তাঁদের মধ‍্যে সঙ্গীতা অন‍্যতম। দুজনের প্রেম একসময় বলিপাড়ার হট টপিক ছিল। এমনকি অন‍্য সব সম্পর্ক ভেস্তে গেলেও সঙ্গীতার সঙ্গে প্রায় বিয়ের পিঁড়িতে বসেই পড়েছিলেন সলমন। যদিও শেষমেষ পিছিয়ে আসেন তিনি।

https://twitter.com/TIGER_is27/status/1607691799640018946?t=nXwtTNHVWfwBoRoteAAntQ&s=19

তবে অন‍্য প্রাক্তনদের মতো সঙ্গীতার সঙ্গে সম্পর্কটা তিক্ত হয়নি সলমনের। এখনো পর্যন্ত দুজনের মধ‍্যে ভাল বন্ধুত্ব রয়ে গিয়েছে। ভাইজানের পরিবারের বিভিন্ন অনুষ্ঠান, গেট টুগেদারে দেখা মেলে সঙ্গীতার। অভিনেতার জন্মদিনেও প্রতিবারই অতিথিদের তালিকায় থাকেন তিনি। এবারেও ছিলেন।

তবে এবারে বিশেষ ভাবে নজর কাড়লেন সঙ্গীতা। নীল সিক‍্যুইনের শর্ট ড্রেসে দেখা গেল তাঁকে। ক‍্যামেরার সামনেই প্রাক্তন প্রেমিকাকে জড়িয়ে ধরে তাঁর কপালে চুম্বন করেন সলমন। সেই ছবি আপাতত  ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। বর্তমান প্রেমিকা ইউলিয়ার সামনেই সঙ্গীতাকে চুম্বন করেন তিনি। সব মিলিয়ে স্মরণীয় হয়ে থাকল সলমনের ৫৭ তম জন্মদিন।

সম্পর্কিত খবর

X