২৫ বছরের ছায়াসঙ্গী! নিজের ভাইয়ের মতোই ভালবাসেন, সলমনকে রক্ষা করতে কত টাকা পান শেরা?

বাংলাহান্ট ডেস্ক: সেলিব্রিটি হলে দেহরক্ষী (Bodyguard) রাখা আবশ‍্যক। বিশেষ করে বলিউড তারকারা দেহরক্ষী ছাড়া এক পাও নড়েন না কোথাও। অত‍্যুৎসাহী ভক্তদের থেকে বাঁচানো থেকে শুরু করে গাড়ির দরজা খুলে দেওয়া, মাথার উপরে ছাতা ধরা থেকে টুকটাক অনেক কাজই করতে হয় দেহরক্ষীদের।

বিনিময়ে অবশ‍্য মাস গেলে একটা মোটা অঙ্কের চেক ঢোকে তাঁদের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সেই সংখ‍্যাটা কিন্তু একেবারেই হেলাফেলা করার মতো নয়। বরং তারকাদের রক্ষা করার জন‍্য একজন দেহরক্ষী যে পারিশ্রমিকটা পান, একজন নামী সংস্থার সিইওর পারিশ্রমিকও তার থেকে কম বই বেশি হবে না। এমনি একজন খ্যাতনামা দেহরক্ষী হলেন সলমন খানের (Salman Khan) ছায়াসঙ্গী শেরা (Shera)।

Salman bodyguard

ভাইজানের অন‍্যতম কাছের মানুষ তাঁর দেহরক্ষী শেরা। সলমন যেখানেই যান তাঁর পাশে পাশে থাকেন তিনি। শেরাকে খুব ভালোওবাসেন ভাইজান। সূত্রের খবর মানলে, শেরাকে পারিশ্রমিক হিসাবে ২ কোটি টাকা দেন অভিনেতা। এছাড়াও তাঁর জন‍্য আরো অনেক কিছুই করেন সলমন।

শেরা সলমনের সবথেকে কাছের এবং সবথেকে পুরনো দেহরক্ষী। বহু বছর ধরে ভাইজানের ছায়াসঙ্গী হয়ে রয়েছেন তিনি। শেরাকে নিজের ছোট ভাই হিসাবেই দেখেন অভিনেতা। সলমনের সঙ্গে সবসময়ই থাকেন শেরা। মাঝে শোন গিয়েছিল, তাঁর ছেলে টাইগারকে নাকি বলিউডে নামাতে চলেছেন সলমন।

২০১৯ সালেই টাইগারের বলিউড ডেবিউ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণবশত তা পিছিয়ে যায় তবে এবারে নাকি নিজের কথা রাখতে চলেছেন সলমন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভাইজান। আপাতত তিনি ব্যস্ত কিসি কা ভাই কিসি কি জান এর ব্যবসার অঙ্ক গুণতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর