বাংলাহান্ট ডেস্ক : সব দিক দিয়েই যেন দুর্দিন চলছে সলমন খানের (Salman Khan)। একদিকে প্রাণের ঝুঁকি। এক সময় প্রতিনিয়ত হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। এখন হুমকি আসা বন্ধ হলেও বিপদের মেঘ কেটে যায়নি পুরোপুরি। অন্যদিকে কেরিয়ারেও মন্দা চলছে ভাইজানের। প্রায় দু বছর পর ইদে নতুন ছবি এনেছেন তিনি। কিন্তু দর্শকদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ ‘সিকন্দর’। আশানুরূপ ব্যবসা করতে পারছে না ছবিটি। সলমনের পারফরম্যান্সেও বেশ বিরক্ত দর্শকদের একটা বড় অংশ। সব মিলিয়ে বেশ দুশ্চিন্তাতেই রয়েছেন সলমন (Salman Khan)।
কেরিয়ার বাঁচাতে বড় পদক্ষেপ সলমনের (Salman Khan)
ষাটের দোরগোড়ায় এসেও এখনো কাজ করে চলেছেন তিনি। হাতে বেশ কিছু প্রোজেক্টও রয়েছে। কিন্তু বক্স অফিসে যেভাবে তাঁর প্রভাব ফিকে হচ্ছে তা যে সলমনকেও (Salman Khan) চিন্তায় ফেলেছে তা বোঝা গেল এক সাম্প্রতিক ঘটনায়। কেরিয়ার বাঁচাতে মরিয়া ভাইজান শেষমেশ দ্বারস্থ হলেন অনুরাগীদের। ভবিষ্যতে কোনদিকে মোড় নেবে তাঁর কেরিয়ার, তাঁর কাছে কেমন ধরণের ছবি আশা করছেন অনুরাগীরা, সবটা নিয়েই নাকি আলোচনা করেছেন তিনি।
অনুরাগীদের সঙ্গে আলোচনা ভাইজানের: সম্প্রতি মুম্বই এর এক অনুষ্ঠানে কয়েকজন ভক্তদের সঙ্গে দেখা করেছিলেন সলমন (Salman Khan)। সেখানেই নাকি আলোচনায় উঠে আসে তাঁর সাম্প্রতিক কাজ থেকে ভবিষ্যৎ পরিকল্পনাও। অনুরাগীদের কাছে সরাসরি ‘সিকন্দর’ নিয়ে প্রতিক্রিয়াও চান সলমন (Salman Khan)। অনুরাগীদের মতামত নাকি প্রভাব ফেলেছে অভিনেতার মনে। দর্শক তাঁকে যেমন ভাবে চান, আগামীতে তিনি তেমন ভাবেই নাকি কাজ করার পরিকল্পনা করেছেন বলে খবর।
আরো পড়ুন : ফিরল ৮৭-র স্মৃতি, এক ধাক্কায় ৫ শতাংশ পতন ভারতের বাজারে, উধাও ২০ লক্ষ কোটি!
কেমন চলছে সিকন্দর: প্রসঙ্গত, গত ৩০ শে মার্চ মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। কিন্তু এখনও পর্যন্ত তেমন সাড়া ফেলতে পারেনি ছবিটি। ইতিমধ্যে অবশ্য ৮০ কোটি পেরিয়ে গিয়েছে বক্স অফিস কালেকশন। কিন্তু কোথাও যে একটা তাল কেটেছে তা বুঝতে পারছেন সকলেই। সম্প্রতি এই ছবির বিষয়ে বলিউডের ‘নীরবতা’ নিয়েও মুখ খোলেন সলমন (Salman Khan)। তিনি বলেন, “হয়তো তাঁরা ভাবছে আমার তাঁদের সমর্থনের প্রয়োজন নেই। কিন্তু সকলেরই সমর্থনের দরকার হয়, আমারও আছে”।
আরো পড়ুন : জুতো ফিরে পেতে দাবি ৫০ হাজার, বিয়ে করতে গিয়ে কনেপক্ষের লাঠির বাড়ি খেল বর!
আগামীতে ‘গঙ্গারাম’ ছবিতে দেখা যাবে সলমনকে। ভাইজানের হিট ছবি ‘কিক’ এর সিক্যুয়েল হতে চলেছে এটি। শোনা যাচ্ছে, এই ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে দেখা যাবে সলমনকে। তবে সিকন্দর এর বক্স অফিস কালেকশন দেখে অনুরাগীদের বক্তব্য, পরিস্থিতি এমনি থাকলে ব্যর্থ হবে সিক্যুয়েল।