বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একাধিক অভিযোগের আঙুল উঠছে সলমন খানের (salman khan) দিকে। শুধু সাধারন মানুষই নয়, কয়েকজন তারকাও অভিযোগের তীর ছুঁড়েছেন ভাইজানের দিকে। উঠেছে অভিনেতার ছবি বয়কটের ডাক, বন্ধ করে দেওয়া হয়েছে বিইং হিউম্যানের দোকান। কিন্তু কোনও বারই কিছু বলেননি তিনি। বরং একবার নিজের অনুরাগীদের সুশান্ত অনুরাগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে বলায় ফের একদফা সমালোচনার স্বীকার হয়েছিলেন সলমন।
মাত্র কিছুদিন আগেই সারা গায়ে কাদা মেখে ছবি পোস্ট করায় ট্রোল হয়েছিলেন সলমন। গায়ে মাথায় কাদা মাখলেই যে কৃষকদের সম্মান জানানো যায় না তা স্পষ্ট ভাবেই অভিনেতাকে জানিয়ে দিয়েছিল নেটজনতা। এবার সেই সব ট্রোলেরই পাল্টা দিলেন অভিনেতা। তাঁর সাম্প্রতিক শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে রীতিমতো ট্রাক্টর চালিয়ে ক্ষেতে চাষ করছেন তিনি।
বলা বাহুল্য ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অবশ্য তাতে বন্ধ হয়নি ট্রোল। অনেকেই বলছেন এর আগে কৃষকদের সম্মান জানিয়ে ছবি পোস্ট করে ট্রোল হয়েছিলেন। তাই এবার ড্যামেজ কন্ট্রোল করতে এই ভিডিও শেয়ার করেছেন।
Farminggg pic.twitter.com/RZREIOEHo4
— Salman Khan (@BeingSalmanKhan) July 19, 2020
প্রসঙ্গত, এর আগে সলমনের পোস্ট করা ছবিতে দেখা যায় সারা গায়ে জল কাদা মেখে মাটিতে বসে রয়েছেন তিনি। পরনে একটি জিন্সের হাফপ্যান্ট ও সবুজ টিশার্ট। সলমনের অভিব্যক্তি দেখেই বোঝা যায় খুবই ক্লান্ত তিনি। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সব কৃষকদের শ্রদ্ধা জানাই’। নিজের পানভেলের ফার্ম হাউসে কাজ করার পরই ছবিটি তোলেন তিনি। এই ছবিকে কেন্দ্র করেই শুরু হয় ট্রোলের বন্যা।
Respect to all the farmers . . pic.twitter.com/5kTVcVE7kt
— Salman Khan (@BeingSalmanKhan) July 14, 2020
নেটিজেনের একাংশ রীতিমতো ক্ষোভ উগরে দেয় ভাইজানের প্রতি। তাদের বক্তব্য ছবিটি যে অত্যন্ত নকল তা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। এক ব্যক্তি লেখেন, ‘কৃষকদের সম্মান জানানো জন্য যে মাথায় কাদা মাখতে হয় তা জানতাম না। ধন্যবাদ সলমন ভাই এটা জানানোর জন্য।’ আবার আরেকজন লেখেন, ‘আপনি তো নিজে ফার্ম হাউসে সুরক্ষিত রয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রেখেছেন। আসল কৃষকেরা মহামারির কারনে ও পঙ্গপাল হানায় না খেতে পেয়ে মরছে।’