‘ভদ্র ভাবে চলাফেরা করুন, নয়তো…’ প্রকাশ্যে হুমকি ভাইজানের বাবাকে! টার্গেট কে? সলমন নাকি সেলিম?

বাংলাহান্ট ডেস্ক : ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খানের (Salman Khan) বাবা সেলিম খান (Salim Khan)। মর্নিং ওয়াকে বেরিয়ে সরাসরি খুনের হুমকি পেলেন বলিউডের বর্ষীয়ান এই চিত্রনাট্যকার। ফের উঠল কুখ্যাত বিষ্ণোই গ্যাং এর প্রসঙ্গ। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন সেলিম খান। বলা বাহুল্য, এই ঘটনা ভয় ধরিয়েছে সলমনের (Salman Khan) ভক্তদের মনে।

খুনের হুমকি সলমনের (Salman Khan) বাবাকে

জানা গিয়েছে, প্রতিদিনই সকালে মর্নিং ওয়াকে বেরোন সেলিম খান। বুধবারও প্রতিদিনের মতোই সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। বান্দ্রার সমুদ্র সৈকতে মর্নিং ওয়াক করছিলেন সলমনের (Salman Khan) বাবা। আচসৈকতে বাইকে চেপে এক যুবক এবং একজন মহিলা এসে হাজির হন সেখানে। মহিলার পরনে ছিল বোরখা। মুখ ঢাকা থাকায় দেখতে পাননি সেলিম খান। জানা গিয়েছে, ওই মহিলা নাকি সেলিমের একদম পাশে গিয়ে বলে ওঠেন, ‘একদম ভদ্র ভাবে চলাফেরা করুন, নয়তো বিষ্ণোইয়ের কাছে খবর দিয়ে দেব’। তারপরেই দ্রুত সেখান থেকে বাইকে চেপে পালিয়ে যান তারা।

আরো পড়ুন : সামর্থ্য নিয়ে খোঁচা, অপমান! লন্ডনের দোকানে যা হল অমিতাভের সঙ্গে… বড় শিক্ষা দেবে

পুলিশে হয়েছে অভিযোগ দায়ের

এই ঘটনার পরে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেছেন সেলিম খান। তবে একের পর এক ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন সলমনের (Salman Khan) পরিবার। মাস কয়েক আগেই সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আচমকা গুলিবর্ষণ হয়। এই ঘটনায় মুম্বই পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোই নাকি ৬ জনকে টাকা দিয়েছিলেন সলমনকে (Salman Khan) খুন করার জন্য। এদের প্রত্যেককেই নাকি ২০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল।

আরো পড়ুন : প্রেম দিবসের উপহার, এবার খুশির সঙ্গে জুটি বাঁধছেন বলিউডের এই নতুন ক্রাশ

প্রকাশ্যে সলমনের জবানবন্দি

সম্প্রতি এ বিষয়ে মুম্বই পুলিশকে দেওয়া সলমনের (Salman Khan) জবানবন্দি প্রকাশ্যে এসেছে। অভিনেতা অভিযোগ করেছেন, তাঁর বিশ্বাস লরেন্স বিষ্ণোই তাঁকে এবং তাঁর পরিবারকে শেষ করে দিতে চায়। তাঁর বাড়িতে সেই কারণেই গুলিবর্ষণ করা হয়েছিল। সলমনকে (Salman Khan) মাঝে মাঝেই নিজের অ্যাপার্টমেন্টের বারান্দায় দেখা যায়। অভিনেতা জানিয়েছেন, তিনি যদি সেদিন বারান্দায় থাকতেন তবে তাঁর গায়ে গুলি লাগত।

Salman Khan

উল্লেখ্য, সলমনের (Salman Khan) উপরে বিষ্ণোই গ্যাং এর রাগ দীর্ঘদিনের। কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকেই অভিনেতা তাঁদের নিশানায় রয়েছেন। এর আগেও একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন এবং তাঁর পরিবার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর