বিগ বসের ইতিহাসে প্রথম বার, প্রথম প্রোমোতে বিরাট সারপ্রাইজ দিলেন সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রতীক্ষার অবসান। বহু চর্চিত ‘বিগ বস ১৬’র (Bigg Boss 16) প্রথম ঝলক নিয়ে হাজির হলেন সলমন খান (Salman Khan)। হিন্দি টেলিভিশনের অন‍্যতম বিতর্কিত এবং জনপ্রিয় শো বিগ বস। বিগত ১৫ বছর ধরে এই শো মনোরঞ্জন করে আসছে দর্শকদের। সেই সঙ্গে বাড়াচ্ছে বিতর্কের মাত্রা। প্রত‍্যেক সিজনেই কোনো না কোনো নতুন চমক নিয়ে হাজির হয় বিগ বস। তবে এবারের সিজন অন‍্য সব সিজনকে ছাপিয়ে যাবে বলেই বিশ্বাস দর্শকদের।

জাতীয় টেলিভিশনের অন‍্যতম পুরনো শো বিগ বস। টানা ১৫ বছর ধরে সম্প্রচারিত হয়ে চলেছে এই শো। বদলেছে চ‍্যানেল, বদলেছে সঞ্চালক, কিন্তু বিগ বসের জন‍্য উন্মাদনা এতটুকুও কম হয়নি। এই শো নিয়ে অনেক বিতর্ক শোনা যায়। প্রত‍্যেক সিজনে কোনো না কোনো প্রতিযোগী নিয়ম বহির্ভূত কাজ করে বা অশ্লীলতার মাত্রা ছাড়িয়ে বিতর্ক তুঙ্গে তোলেন।


তবুও বিগ বসকে রোখা যায়নি। গত সিজনে বিজয়ী হয়েছিলেন অভিনেত্রী তেজস্বী প্রকাশ। ফের নতুন এক বিজয়ীর খোঁজে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছেন সলমন। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে বিগ বস সিজন ১৬ র প্রথম প্রোমো। আর দর্শকদের জন‍্য এক বিরাট সারপ্রাইজও দিয়েছেন সলমন।

প্রোমোতে ভাইজানকে বলতে শোনা যায়, ‘১৫ বছর ধরে বিগ বস সবার খেলা দেখেছে। এবার বিগ বস নিজের খেলা দেখাবে। সকাল হবে কিন্তু আকাশে দেখা যাবে চাঁদ, মাধ‍্যাকর্ষণ শক্তি উড়বে হাওয়ায়। ঘোড়াও এবার সোজা চাল চালবে। ছায়াও সঙ্গ ছেড়ে দিয়ে নিজের খেলা খেলবে।’ বিরাট চমক দিয়ে সলমন জানান, বিগ বস এবার নিজেও খেলবে।

https://www.instagram.com/p/CiX282aqcVR/?igshid=YmMyMTA2M2Y=

এতদিন ধরে বিগ বসের শুধু কণ্ঠই শুনে এসেছে প্রতিযোগীরা। এবার স্বয়ং স্বয়ং বিগ বসকেই দেখা যাবে প্রতিযোগী রূপে। সলমনই বিগ বস নাকি এই নামের আড়ালে রয়েছে অন‍্য কেউ, সেটা ফাঁস হবে ১৬ তম সিজনেই।

এ বছর প্রতিযোগীদের তালিকাতেও থাকছে চমক। শোনা যাচ্ছে, টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানকেও দেখা যেতে পারে বিগ বসের ঘরে। নির্মাতাদের তরফে নাকি প্রস্তাব পাঠানো হয়েছে নুসরতকে‌। যদিও বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্য করেননি তিনি।

X