ছিঃ! বিনোদনের জন্য কিনা একটা গাধার সঙ্গে এই কাজ! বড় বিপদে ফাঁসলেন সলমন

বাংলাহান্ট ডেস্ক : বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সলমন খানের (Salman Khan)। এমনিতেই লাগাতার খুনের হুমকি পেয়ে চলেছেন ভাইজান। দশেরাতেই মুম্বইতে ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন এনসিপি নেতা বাবা সিদ্দিকী। সলমনের (Salman Khan) খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি। বাবা সিদ্দিকীর হত্যার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। দুশ্চিন্তা বেড়েছে সলমনের। তার মধ্যে আবার নতুন বিপদে পড়লেন অভিনেতা। 

নতুন বিপদে সলমন (Salman Khan)

অবলা প্রাণীকে জোর করে আটকে রাখার অভিযোগ উঠল সলমনের বিরুদ্ধে। আইনভঙ্গের অভিযোগ তুলেছে PETA। বিতর্কের সূত্রপাত সলমনের (Salman Khan) শো ‘বিগ বস’ শো থেকে। শোয়ের শুরুতেই একটি গাধাকে নিয়ে আসা হয় বিগ বসের ঘরে। তার নাম রাখা হয় ‘গাধারাজ’। তার থাকার জন্য একটি জায়গাও ঠিক হয় বিগ বসের ঘরে। আর এখানে থেকেই শুরু বিতর্ক।

আরো পড়ুন : কোথায় ঝগড়াঝাঁটি! মান অভিমান ভুলে হাসিমুখে ফ্রেমবন্দি অভিষেক ঐশ্বর্য, হচ্ছেটা কী বচ্চনদের সংসারে?

তড়িঘড়ি সিদ্ধান্ত নিল বিগ বস

PETA ইন্ডিয়ার তরফে একটি চিঠি দেওয়া হয়েছে সলমনকে (Salman Khan)। আইনভঙ্গের অভিযোগ তুলে গাধাটিকে শো থেকে মুক্তি দেওয়ার আবেদন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা পিপল ফর অ্যানিম্যালস এর তরফেও এই ঘটনার বিরোধিতা করা হয়েছে। দর্শকদের বিনোদনের জন্য একটা অবলা জীবকে এভাবে আটকে রাখা হচ্ছে। মানেকা গান্ধীও মুখ খোলেন বিষয়টিতে। অবিলম্বে গাধাটিকে শো থেকে ছেড়ে দেওয়ার দাবি ওঠে। তারপরেই বাধ্য হয়ে তড়িঘড়ি একটি সিদ্ধান্ত নেয় বিগ বস কর্তৃপক্ষ।

আরো পড়ুন : শুধু সলমন ঘনিষ্ঠ বলেই? ‘…তৈরি থেকো’, বাবা সিদ্দিকীর নৃশংস হত্যার পর ফের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

কী সিদ্ধান্ত নিল বিগ বস কর্তৃপক্ষ

PETA ইন্ডিয়ার তরফে অভিযোগ পেয়েই নাকি তাড়াতাড়ি গাধাটিকে ছেড়ে দেওয়া হয়েছে বিগ বস থেকে। তারপরেই ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফেও এই খবরটি জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, শোনা গিয়েছিল বাবা সিদ্দিকীর মৃত্যুর পর নাকি বিগ বসের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন সলমন (Salman Khan)।

Salman Khan

সময়টা বেশ খারাপ যাচ্ছে সলমনের। ঘনিষ্ঠ বন্ধু বাবা সিদ্দিকীর মৃত্যুর পর এবার আইনি জটিলতা। তবে গাধাটিকে বিগ বস থেকে ছেড়ে দেওয়ার পর বিতর্ক অনেকটাই থিতিয়েছে। যদিও বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর সলমনের বিপদ যে বেড়েছে তা মনে করছেন অনেকেই। পর সলমনের বিপদ যে বেড়েছে তা মনে করছেন অনেকেই।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর