কঙ্গনা আর একা নন, প্রাণনাশের হুমকি পেতেই সলমনকে Y+ ক‍্যাটেগরির সুরক্ষা দিল মহারাষ্ট্র সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উপর্যুপরি প্রাণনাশের হুমকি পেয়েই চলেছেন সলমন খান (Salman Khan)। বেশ অনেক বছর আগে কৃষ্ণসার হরিণ হত‍্যা মামলায় তাঁর নাম উঠে আসার পর থেকেই বিষ্ণোই গ‍্যাংয়ের নজরে চলে এসেছেন তিনি। সাম্প্রতিক অতীতে একাধিক বার সলমনকে খুনের চেষ্টা করা হয়েছে বলে দাবি মুম্বই পুলিসের। তাই এবার ভাইজানের নিরাপত্তায় বিশেষ ব‍্যবস্থা নিল মহারাষ্ট্র সরকার।

একাধিক ব‍্যক্তিগত নিরাপত্তারক্ষী বাড়ানোর পরেও সলমনের প্রাণের ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই এবার অভিনেতাকে Y+ ক‍্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষনা করল মুম্বই পুলিস। অর্থাৎ এবার আর কঙ্গনা রানাওয়াত একা নন, সলমনও নাম লেখালেন Y+ ক‍্যাটেগরি নিরাপত্তা প্রাপ্ত বলিউড অভিনেতাদের তালিকায়।


সলমন এবং তাঁর বাবা সেলিম খানের হুমকি চিঠি পাওয়ার পরেই এই ব‍্যবস্থা নিল মহারাষ্ট্র সরকার। বেশ কয়েক মাস আগে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি হুমকি চিঠি কুড়িয়ে পান সেলিম খান। পঞ্জাবের নিহত গায়কের প্রসঙ্গ তুলে সেখানে লেখা ছিল, মুসেওয়ালার মতো করে দেওয়া হবে।

এরপরেই মহারাষ্ট্র পুলিসের দরবারে পৌঁছেছিলেন সলমন। আত্মরক্ষা হেতু নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার জন‍্য অনুমতি আদায় করেন তিনি। নিজের জন‍্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনেন। বাড়িয়ে দেন নিজের ব‍্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ‍্যাও। আর এবারে সোজা Y+ ক‍্যাটেগরির নিরাপত্তা পেয়ে গেলেন তিনি।

মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, নিজেদের শক্তি প্রদর্শন করতেই হুমকি চিঠি পাঠানো হয়েছিল সলমন এবং তাঁর বাবাকে। ওই ঘটনার পরেই Y+ ক‍্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয় অভিনেতাকে। এখন থেকে সলমনের সঙ্গে ১২ জন সশস্ত্র পুলিসের মধ‍্যে কমান্ডোরাও থাকবেন নিরাপত্তার দায়িত্বে।

প্রসঙ্গত, হুমকি চিঠি পাওয়ার পর থেকে নিজেই অতিরিক্ত সাবধানী হয়ে গিয়েছেন সলমন। বুলেট প্রুফ গাড়ি কিনেছেন, নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি আদায় করেছেন। সঙ্গে একাধিক দেহরক্ষী নিয়ে ঘুরছেন সলমন। এমনকি গত ইদেও প্রতিবারের মতো গ‍্যালাক্সির ব‍্যালকনি থেকে ভক্তদের দেখা দেননি তিনি।

X