‘সলমনের সাহস থাকলে…’ সরাসরি চ্যালেঞ্জ ভাইজানকে, ফের কী বলল লরেন্স বিষ্ণোই?,

বাংলাহান্ট ডেস্ক : ফাঁড়া যেন কাটতেই চাইছে না সলমন খানের (Salman Khan)। দু দশকেরও বেশি সময় আগে কৃষ্ণসার হরিণ শিকারের ফলাফল এখন আবার নতুন করে ভুগতে হচ্ছে তাঁকে। সলমনের (Salman Khan) পেছনে কার্যত হাত ধুয়ে লেগে রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন ভাইজান। তাঁদের দলের মূল পাণ্ডা লরেন্স বিষ্ণোই জেলবন্দি হলেও গরাদের ভেতর থেকেই সমস্ত অপরাধ সংঘটিত করে চলেছেন। এবার ফের হুমকি এল সলমনের (Salman Khan) নামে।

ফের হুমকি পেলেন সলমন (Salman Khan)

বৃহস্পতিবার মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল রুমে আসে এই হুমকি। এবার নিজে কিছু না করেও ফেঁসে গিয়েছেন সলমন। কীরকম? আসলে সলমন (Salman Khan) বনাম লরেন্স বিষ্ণোই এখন বলিউডে চর্চার হট টপিক। অনেককেই এ বিষয়ে ভিডিও বানাতে দেখা গিয়েছে। একজন গীতিকার আবার তারকা এবং গ্যাংস্টারকে নিয়ে গানও বেঁধে ফেলেছেন। আর এই গানের জন্য রোষ এসে পড়েছে সলমনের উপরে।

আরো পড়ুন : পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে বাংলার তুলনা, ছোটপর্দায় ভুল হচ্ছে কোথায়? সুদীপা বললেন, ‘শাঁখা সিঁদুরের দিব্বি দিয়ে…’

কী বলা হল হুমকিতে?

জানা যাচ্ছে, এই গানের প্রতিবাদ করেই হুমকি দেওয়া হয়েছে বিষ্ণোই গ্যাং এর তরফে। হুমকিতে কড়া ভাষায় বলা হয়েছে, এক মাসের মধ্যেই চরম পরিণতি হবে ওই গীতিকারের। এমন অবস্থা করে দেওয়া হবে যে গান লেখার ক্ষমতা আর থাকবে না। সঙ্গে অভিনেতার নাম নিয়ে সরাসরি বলা হয়েছে, সলমনের (Salman Khan) সাহস থাকলে ওই গীতিকারকে বাঁচিয়ে দেখাক’!

আরো পড়ুন : আরাধ্যার জন্মের পর ফের সুখবর অভিষেক ঐশ্বর্যর সংসারে! বিচ্ছেদ জল্পনা সবটাই গিমিক?

দু দশক ধরে শত্রুতা সলমন বিষ্ণোই এর

উল্লেখ্য, বাবা সিদ্দিকীর হত্যার পরেও এমনি ভঙ্গিতে হুমকি এসেছিল। সেবারও সরাসরি বলা হয়েছিল, যাঁরাই সলমনকে (Salman Khan) সাহায্য করবে বা তাঁর সঙ্গে যোগাযোগ রাখবে তাঁরা যেন নিজেদের হিসেব তৈরি রাখে। সেই ১৯৯৮ সালে ‘হাম আপকে হ্যায় কউন’ ছবির শুটিং করার সময়ে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সলমন (Salman Khan)। তিনি সেকথা অস্বীকার করলেও সে সময়ে জেলে যেতে হয়েছিল তাঁকে। জেল থেকে তিনি ছাড়া পেলেও লরেন্স বিষ্ণোই এর খাতায় নাম লেখা হয়ে গিয়েছিল সলমনের।

Salman Khan

প্রসঙ্গত, সম্প্রতি শাহরুখ খানও পেয়েছেন প্রাণনাশের হুমকি। ৫০ লক্ষ টাকাও দাবি করা হয়েছে। মুম্বই পুলিশ তদন্তে নেমে ছত্তিশগড়ের রায়পুরে এক আইনজীবীর কাছে পৌঁছায়। কিন্তু তিনি পুলিশকে জানিয়েছেন, কিছুদিন আগেই তাঁর মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছে। তদন্ত চলছে এই ঘটনায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর