ক‍্যানসারের অস্ত্রোপচারে রাখির মাকে আর্থিক সাহায‍্য সলমনের, ছলছল চোখে ধন‍্যবাদ দিলেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: বিগ বসের ১৪ তম সিজন থেকে তড়িঘড়ি ১৪ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল রাখি সাওয়ান্তকে (rakhi sawant)। বিগ বস চলাকালীনই তিনি খবর পান তাঁর মা ক‍্যানসারে আক্রান্ত হয়েছেন। তাই আগেভাগে টাকা নিয়েই বেরিয়ে গিয়েছিলেন রাখি। কিন্তু বিগ বস থেকে বেরোতেই রাখির মায়ের চিকিৎসার দায়িত্ব নেন সলমন খান (salman khan)।

এর জন‍্য আগেও সলমন খান ও সোহেল খানকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন রাখি ও তাঁর মা। সম্প্রতি ফের অস্ত্রোপচারের জন‍্য হাসপাতালে ভর্তি হয়েছেন রাখির মা। সোমবার হয় তাঁর অস্ত্রোপচার। তার আগে ফের একবার সলমন ও সোহেল খানের উদ্দেশে ধন‍্যবাদ জ্ঞাপন করতে দেখা যায় রাখির মাকে।

Rakhi Sawant Birthday Marriage Relationship
তিনি বলেন, প্রভু যিশুর কাছে তিনি প্রার্থনা করতেন যে তাদের কাছে আর টাকা নেই। তাহলে কি তার এভাবেই মৃত‍্যু হবে। তখনি যিশু সলমন খানকে দেবদূতের মতো তাদের কাছে পাঠান। সলমন তার অপারেশনের যাবতীয় খরচ বহন করছেন। তার জন‍্য যিশু ও সলমনকে তিনি ধন‍্যবাদ জানান।

ধন‍্যবাদ জানান রাখিও। তিনি বলেন, ঘরে ঘরে যেন সলমন ও সোহেলের মতো ছেলে জন্মায়। তাঁরা দেবদূতের মতোই সাহায‍্য করেছেন রাখি ও তাঁর মাকে। সলমনের মা বাবাকেও তিনি ধন‍্যবাদ জানান এমন দেবদূতের মতো ছেলেদের জন্ম দেওয়ার জন‍্য।

https://www.instagram.com/tv/CN1Ozp-nM8W/?igshid=16xjy9r3ufgi7

প্রসঙ্গত, রাখি বিগ বসের ঘরে থাকাকালীনই তাঁর মায়ের অসুস্থতার খবর আসে। মায়ের অসুস্থতার খবর শুনে ভেঙে পড়তে দেখা যায় রাখিকে। ফিনালের আগেই ১৪ লক্ষ টাকা নিয়ে বসের ঘর ছাড়েন তিনি। রাখি জানান বিগ বস জিততে পারবেন কি পারবেন না তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল তাঁর। তাই আগাম ১৪ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান তিনি। আগেই রাখি জানিয়েছিলেন প্রায় নিঃস্ব হয়ে গিয়েছেন তিনি। ধারদেনায় ডুবে গিয়েছেন রাখি।

https://www.instagram.com/p/CN1fM4Snb2x/?igshid=139lf0bsuvkoo

রাখির বিগ বস ছাড়ার পরেই সলমন এগিয়ে আসেন রাখির মায়ের চিকিৎসার সাহায‍্যে। তারপরেই শুরু হয় রাখির মায়ের কেমোথেরাপি। চারটি কেমো ইতিমধ‍্যেই দেওয়া হয়ে গিয়েছে তাঁকে। আরো দুবার কেমোর পরেই অস্ত্রোপচার করা হবে বলে জানান রাখির মা।

একটি ভিডিওতে সলমন ও সোহেলের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায় রাখির মা কে। তিনি বলেন, ঈশ্বর সব সময় তাঁদের সঙ্গে থাকবেন। মায়ের পাশে দেখা যায় রাখিকেও। ভিডিওটি প্রকাশ‍্যে আসতেই দ্রুত সুস্থতা কামনা শুরু হয় রাখির মায়ের জন‍্য। পাশাপাশি সলমনের প্রশংসায় পঞ্চমুখ হয় নেটিজেনরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর