বাংলাহান্ট ডেস্ক: বাংলা সহ বিভিন্ন রাজ্যে ডেঙ্গুর (Dengue) প্রকোপ ক্রমেই বাড়ছে। করোনাকে ছাপিয়ে বাড়ছে ডেঙ্গুর কেস। এমনকি বলিউড তারকারাও রেহাই পাচ্ছেন না ডেঙ্গুর মশার হাত থেকে। এতদিন করোনাকে এড়িয়ে থাকলেও ডেঙ্গুর কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছেন সলমন খানও (Salman Khan)।
ডেঙ্গু আক্রান্ত বলিউডের ভাইজান। তিনি নিজে এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডেঙ্গু বেশ ভালোই কাবু করেছে সলমনকে। বাধ্য হয়ে আপাতত নিজের সমস্ত কাজ, শুটিংয়ের থেকেও সাময়িক বিরতি নিয়েছেন তিনি।
বিগ বসের ১৬ তম সিজন শুরু হয়ে গিয়েছে। প্লতি বারের মতো এ বারেও শো টি সঞ্চালনা করার কথা ছিল সলমনের। কিন্তু তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। তাই সলমনের বদলে আপাতত পরিচালক প্রযোজক করন জোহরকে দেখা যাবে বিগ বসের সঞ্চালকের ভূমিকায়। এর আগে বিগ বস OTT র সঞ্চালনা করেছিলেন তিনি।
তবে সাম্প্রতিক পাওয়া খবর বলছে, আগের থেকে অনেকটাই সুস্থ সলমন। দ্রুত চাঙ্গা হয়ে উঠছেন তিনি। ডেঙ্গুর জন্য সমস্ত দিওয়ালির পার্টি থেকে দূরে ছিলেন তিনি। একটিও বলিউড পার্টিতে দেখা যায়নি তাঁকে। তবে দ্রুত সুস্থ হয়ে উঠে আবারো সেটে ফিরতে চান সলমন। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবির শুটিং করছিলেন তিনি। এর মাঝে একবার নাকি ছবির সেটেও গিয়েছিলেন সলমন। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ওঠার পর আগামী ২৫ অক্টোবর থেকে ফের কাজে যোগ দিতে পারেন তিনি।
প্রসঙ্গত, বিগ বস এবং কিসি কি ভাই কিসি কি জান ছবিটির পাশাপাশি ‘টাইগার থ্রি’ও মুক্তির অপেক্ষায় রয়েছে সলমনের। কিন্তু অসুস্থতার কারণে কোনো কাজেই এখন হাত দিতে পারছেন না সলমন। পাশাপাশি সম্প্রতি দক্ষিণী ছবিতেও ডেবিউ করেছেন তিনি। তবে ফ্লপ হয়ে গিয়েছে সে ছবি।