বাংলাহান্ট ডেস্ক: জনপ্রিয়তায় বলিউডকে ক্রমশ টপকে যাচ্ছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। মূলত জমাটি চিত্রনাট্য এবং অভিনয় দক্ষতার দমেই বাজিমাত করছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। ভাষা এখন আর কোনো বাধা নয়। ক্রমশ কোণঠাসা হয়ে পড়তে পড়তে একে একে দক্ষিণেই পা বাড়াচ্ছেন বলিউডি অভিনেতা অভিনেত্রীরাও। আলিয়া ভাট, অজয় দেবগণের পর এবার সলমন খানও (Salman Khan) ঝুঁকলেন ওইদিকেই।
হ্যাঁ, এবার আর শুধু দক্ষিণী ছবির রিমেক নয়। নিজেই তিনি অভিষেক করতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। জানা যাচ্ছে, চিরঞ্জীবির আসন্ন ছবি ‘গডফাদার’ এর মাধ্যমেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করবেন সলমন। জানিয়ে রাখি, পরিচালক মোহন রাজার মালয়ালম ছবি ‘লুসিফার’ এর রিমেক হল গডফাদার। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন চিরঞ্জীবি। একটি গুরুত্বপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলিউডের ভাইজানকে।
জানা যাচ্ছে, এই ছবির শুটিংয়ের জন্য মুম্বই উড়ে আসছেন চিরঞ্জীবি। তেলুগু সুপারস্টারের জন্য নিজের বিলাসবহুল বাগানবাড়িতে থাকার ব্যবস্থা করেছেন সলমন। চলতি মাস থেকেই নাকি ছবির শুটিং শুরু করে দেবেন ভাইজান। এই ছবির কাজ শেষ করে আবারো হিন্দি ছবির শুটিং রয়েছে তাঁর।
আগামীতে টাইগার থ্রি ও কভি ইদ কভি দিওয়ালি ছবিতে দেখা যাবে সলমনকে। ইতিমধ্যেই টাইগার থ্রি মুক্তি তারিখ ঘোষনা করেছেন তিনি। সলমনের প্রতিটি ছবির মতো টাইগার থ্রিও ইদেই মুক্তি পাবে। সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করে সলমন লিখেছেন, ‘আমরা সবাই নিজের নিজের যত্ন নিই। টাইগার থ্রি আসছে ২০২৩ এর ইদে। সবাই যেন দেখতে পারি। হিন্দি, তামিল ও তেলুগুতে ছবি মুক্তি পাবে।’ আগামী বছর ২১ এপ্রিল মুক্তি পাবে ‘টাইগার থ্রি’।
অবশ্য এই ছবির জন্য শাহরুখ খানের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং এখনও বাকি রয়েছে সলমনের। কভি ইদ কভি দিওয়ালির শুটিংয়ের মাঝেই সেটা সেরে ফেলতে পারেন তিনি। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই কভি ইদ কভি দিওয়ালি মুক্তি পাবে। আগামী এপ্রিলে শুটিং শুরু হবে সেই ছবির।