বাসন মাজতে হচ্ছে, টয়লেট পরিষ্কার করতে হচ্ছে, বিরক্ত সলমন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তিনি সলমন খান। গোটা বলিউড তাঁকে একডাকে চেনে। অথচ তাঁকেই কিনা নামতে হল সাফাইকর্মীর ভূমিকায়! খোদ সলমনকে দেখা গেল বাসন মাজতে, বাথরুম পরিষ্কার করতে। হ্যাঁ ঠিকই পড়েছেন। একটুও মিথ্যা নয়। এমন ঘটনাই ঘটেছে বিগ বসের ঘরে। এই জনপ্রিয় রিয়েলিটি শোয়ের ১৩ তম সিজন চলছে। এখানেই একটি এপিসোডে এই অবতারে দেখা যাবে ভাইজানকে।

আসলে ব্যাপারটা হয়েছে, বিগ বসের ঘরে প্রতিযোগীরা রান্নাঘর, বাথরুম অত্যন্ত নোংরা করে রাখেন। এই নিয়ে আগেও বিরক্ত ছিলেন সলমন। কিন্তু কিছুতেই কিছু হয়নি। তাই এবার নিজেই রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন অভিনেতা। সহকর্মীদের নিয়ে একদিন বিগ বসের ঘরে হানা দিলেন সলমন। নিজেই হাতে তুলে নিলেন ঘর পরিষ্কার করার দায়িত্ব। প্রথমে রান্নাঘর, তারপর টয়লেট সবই সাফসুতরো করলেন তিনি। আর এই পুরো সময়টা একটা ঘরে বন্ধ হয়ে রইলেন প্রতিযোগীরা।

https://www.instagram.com/p/B6n9aW5hIQ-/?utm_source=ig_web_copy_link

বন্ধ ঘর থেকেই বারে বারে সলমনের উদ্দেশ্যে ক্ষমাপ্রার্থনা করেন তাঁরা। কিন্তু এতেও মন গলেননি ভাইজানের। পুরো সময়টাই যে অত্যম্ত বিরক্ত হয়েছিলেন তিনি সেটা তাঁর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। বিগ বসের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। বলা বাহুল্য পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়োটি।

সম্প্রতি শোনা গিয়েছিল, বিগ বসের উপস্থাপকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সলমন। তাঁর পরিবর্তে আসছেন ফারাহ খান। কিন্তু বিগ বসের কর্তৃপক্ষের তরফে আর কিছু জানানো হয়নি। প্রসঙ্গত. গত ২৭ ডিসেম্বর ৫৪ বছরে পা দিয়েছেন সলমন খান। এই উপলক্ষে বড়সড় পার্টিরও আয়োজন করা হয় খান পরিবারের তরফে।

X