বাংলাহান্ট ডেস্ক: ইদ মানেই বক্স অফিস কাঁপাবে সলমন খানের (Salman Khan) সিনেমা। এক সময়ে এটাই ছিল চিরাচরিত দৃশ্য ইদের দিনে। অন্যান্য অভিনেতারা বছরের যেকোনো সময়ে ছবি রিলিজ করলেও নিজের ভক্তদের জন্য নতুন সিনেমাই হত ভাইজানের ইদের উপহার। মাঝে বেশ অনেকদিন কোনো ছবি মুক্তি পায়নি সলমনের। অবশেষে এ বছর ইদে মুক্তি পেল ‘কিসি কা ভাই কিসি কি জান’।
দীর্ঘদিন কোনো সিনেমা না আসায় কিসি কা ভাই কিসি কি জান নিয়ে প্রত্যাশা ভরপুর ছিল দর্শকদের। প্রচারেও খামতি রাখেনি সলমনের টিম। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে হতাশই হলেন দর্শকরা। প্রত্যাশা পূরণ করতে পারেনি কিসি কা ভাই কিসি কি জান। কিছু কিছু জায়গায় ভাল ব্যবসা করলেও বড় বড় শহরগুলিতে উপেক্ষিত হলেন সলমন।
ট্রেড অ্যানালিস্টদের হিসেব মতোই প্রথম দিন মাত্র ১৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে কিসি কা ভাই কিসি কি জান। আর এর সঙ্গে সঙ্গেই বলিউডে আবারো একবার নাম ডুবেছে সলমনের। নিজের কেরিয়ারে সবথেকে কম ওপেনিংয়ের ছবি হয়েছে কিসি কা ভাই কিসি কি জান।
বিগত এক দশকে ১৭ কোটির কমে কোনো ওপেনিং দেননি সলমন। রাধে, রেস থ্রি, অন্তিম এর মতো ফ্লপ ছবিগুলিরও ওপেনিং ছিল তুলনামূলক বেশি। কিন্তু কিসি কা ভাই কিসি কি জান ঘটিয়েই ফেলল অঘটনটা। লজ্জার এখানেই শেষ নয়। শাহরুখের ‘পাঠান’ এর সঙ্গে টক্কর দেওয়া তো দূরের কথা, করোনা পরবর্তী সময়ে সেরা তিন ওপেনিংয়ের মধ্যে জায়গাও করতে পারেননি সলমন।
পাঠান এর প্রথম দিনের সংগ্রহ ছিল ৫৭ কোটি টাকা। তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি কিসি কা ভাই কিসি কি জান। এমন পরিস্থিতিতে পরবর্তী কালে ছবিটি কেমন ব্যবসা করবে তা নিয়ে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ফিল্ম বিশেষজ্ঞদের কপালে।