বাংলা hunt ডেস্ক : কয়েক দশক জুড়ে বড়োপর্দায় রাজত্ব তার।তার ছবি পর্দায় আসা মানে একের পর এক বক্স অফিস রেকর্ড ভেঙে যাওয়া।পর্দায় তিনি রোম্যান্স করেছেন একাধিক অভিনেত্রীর সাথে কখনও কারোর সাথে জড়িয়েছে তার নাম।কিন্তু এখনও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনি।অথচ একসময় তার সাথে সঙ্গীতা বিজলানী,ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীর নাম জড়িয়েছে,তৈরী হয়েছিলো বিতর্ক।
এহেন বলিউডের অন্যতম “ডিজায়ারেবল মেন” এখন উৎসাহ হারাচ্ছেন বিয়ের প্সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভাইজান।
এদিন সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন বিভিন্ন কারণ বশত তার বিয়ের প্রতি বিশ্বাস উঠে গেছে।বিষয়টি এখন মৃতপ্রায় বলেই মনে করেন তিনি।তাহলে কি আজীবন একাই থেকে যাবে ভাইজান ? ইতিমধ্যে সেই প্রশ্ন উঠে এসেছে।