আবারো চর্চায় সলমন! সোনাক্ষী নন, শেষমেষ এই অভিনেত্রীর সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসছেন ভাইজান!

বাংলাহান্ট ডেস্ক: ৬০ এর দোরগোড়ায় দাঁড়িয়েও অবিবাহিত সলমন খান (Salman Khan)। এত বছরের অভিনয় কেরিয়ারে কম অভিনেত্রীর সঙ্গে তো নাম জড়ায়নি তাঁর। কিন্তু কারোর সঙ্গেই বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি সম্পর্ক। বিয়ের নামগন্ধ না করলেও অবশ‍্য প্রেমে না নেই ভাইজানের। এখনো পর্যন্ত চুটিয়ে প্রেম করছেন দুজনে। এমনকি এই অভিনেত্রীর সঙ্গে তাঁর বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে।

তিনি জ‍্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সলমনের সঙ্গে বহুদিনের পরিচয় তাঁর। এমনকি লকডাউনের সময়ে দীর্ঘদিন ভাইজানের ফার্ম হাউসেও কাটিয়েছেন অভিনেত্রী। এবার তাঁর সঙ্গেই একটি ভিডিও ভাইরাল হয়েছে সলমনের। যার জেরে দুজনের বিয়ের গুঞ্জনও তীব্র হয়েছে।

salman khan 1584090953
আসলে সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে পৌঁছেছিলেন সলমন ও জ‍্যাকলিন। বেশ কয়েকজন খুদে অতিথিও ছিল সেখানে। আর কে না জানে বাচ্চাদের সঙ্গে সলমনের সম্পর্ক কতটা গভীর। নিজের ভাইপো, ভাগ্নে, ভাগ্নীদের খুবই ভালবাসেন ভাইজান। সব বাচ্চাদের সঙ্গেই তাদের মতো করে মিশে যান তিনি।

এদিনের অনুষ্ঠানেও দেখা গেল একই দৃশ‍্য। প্রত‍্যেক খুদের সঙ্গে এক এক করে দেখা করলেন তিনি। পাশে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন জ‍্যাকলিনও। ভিডিও ভাইরাল হতেই দুজনের বিয়ের চর্চা তুঙ্গে উঠেছে। আসলে খুদেদের সঙ্গে সলমনের বন্ধুত্ব দেখে নেটিজেনরা পরামর্শ দিচ্ছেন, এবার অন্তত বিয়েটা করেই নিন ভাইজান। আর কনে তো পাশেই রয়েছে।

Jacqueline Fernandez 4 e1529479815917
এর আগে সোনাক্ষী সিনহার সঙ্গে সলমনের চর্চিত বিয়ে নিয়ে বেশ শোরগোল পড়েছিল নেটপাড়ায়। দুজনের একাধিক বিয়ের ভুয়ো ছবি ভাইরাল হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়। শোনা গিয়েছিল, দুবাইতে নাকি চুপিচুপি বিয়ে করেছেন সলমন সোনাক্ষী।

https://www.instagram.com/reel/CdCdmiJKohm/?igshid=YmMyMTA2M2Y=

শেষমেষ বিষয়টা নিয়ে মুখ খুলতে বাধ‍্য হয়েছিলেন সোনাক্ষী। অভিনেত্রী লেখেন, ‘আপনারা কি এতটাই বোকা যে আসল ছবি ও এডিট করা ছবির মধ‍্যে তফাৎ বুঝতে পারেন না?’ মজার ছলে কথাটা বললেও বিরক্তি ও রাগ লুকাতে পারেননি সোনাক্ষী। একটা স্পষ্টতই ভুয়ো ছবিকে ঘিরে এত চর্চা কীসের সেটাই তিনি বুঝতে পারছেন না।

Niranjana Nag

সম্পর্কিত খবর